২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

সেনাবাহিনী ও নড়াইল চ্যাম্পিয়ন

স্বর্ণ জয়ের পর সেনাবাহিনীর খেলোয়াড়দের বাঁধ ভাঙা আনন্দ : নয়া দিগন্ত -

বাংলাদেশ গেমস বলেই কি এমন হাড্ডাহাড্ডি লড়াই। হকিতে এমন প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতা অনেক দিন থেকেই দেখেননি কোনো ক্রীড়াপ্রেমীরা। টার্ফে এমনিতেই নৌবাহিনী ও সেনাবাহিনীর সম্পর্ক সাপে-নেউলে। বেশির ভাগ ক্ষেত্রে নদীপথের সেনারা জয়ী হলেও এবার বাংলাদেশ গেমসে জয় স্থলবাহিনীর। স্বর্ণের লড়াইয়ে সাডেন ডেথে সেনাবাহিনী ৩(৪)-৩(৩) গোলে হারালো নৌবাহিনীকে। ভিন্ন অর্থে বললে সেনাবাহিনীর অধিনায়ক আব্দুল মালেকের কাছেই হারল নৌবাহিনীর অধিনায়ক রাসেল মাহমুদ জিমি। কারণ সাডেন ডেথে মালেক গোল করলেও ব্যর্থ হন জিমি।
এর আগে মহিলা হকির ফাইনালে আন্তঃজেলা ও যুব গেমস চ্যাম্পিয়ন ঝিনাইদহকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস মহিলা হকির স্বর্ণপদক জিতেছে নড়াইল জেলা দল। দ্বিতীয় কোয়ার্টারে (১৮ মিনিট) নড়াইলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন নমিতা কর্মকার। শেষ দিকে ঝিনাইদহ বেশ কয়েকটি আক্রমণ করলেও নড়াইলের গোলরক্ষক কাজল বিশ্বাসের দৃঢ়তায় প্রতিহত হয়।
মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু থেকেই আধিপত্য দেখায় সেনাসদস্যরা। নির্ধারিত সময়ে ৩-৩ গোলে সমতা। নিয়ম অনুযায়ী শুটআউট। তাতেও সমতা। ৫টি করে শুটআউটে ৩টি করে গোল করেন উভয়দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত সাডেন ডেথে সেনাবাহিনী গোল করলে ব্যর্থ হয়ে নৌবাহিনী। নবম বাংলাদেশ গেমসে প্রথমবারের মতো স্বর্ণপদক পেয়ে উল্লাসে ফেটে পড়ে সেনাসদস্যরা। বিপরীতে নৌবাহিনী অষ্টম বাংলাদেশ গেমসে ফাইনালে উঠলেও শিরোপা জিতে নেয় ফরিদপুর জেলা। বাংলাদেশ গেমসে স্বর্ণ অধরাই থাকল জাতীয় দলের আদলে গড়া বাংলাদেশ নৌবাহিনীর।
মহিলা বিভাগে দিনাজপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জপদক জিতেছে কিশোরগঞ্জ জেলা দল এবং পুরুষ বিভাগে বিমানবাহিনীকে শুটআউটে ৩-১ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ পুলিশ।


আরো সংবাদ



premium cement