২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আনসারের শ্রেষ্ঠত্বে আজ শেষ হচ্ছে গেমস

-

বাংলাদেশ আনসারের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস। ৩১ ডিসিপ্লিনে ৩৭৮ স্বর্ণের মধ্যে বাংলাদেশ আনসার ১২৫টি স্বর্ণসহ ২৬২টি পদক জিতে সবাইকে ছাড়িয়ে শীর্ষে। ১০৬টি স্বর্ণসহ ২৭৭টি পদক জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬৩টি স্বর্ণসহ ১২৬টি পদক নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান তিনে। ২০০২-২০১৩ সালে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসেও সেরা হয়েছিল বাংলাদেশ আনসার।
৯ দিনের গেমসের পর্দা নামছে আজ। করোনার কারণে সমাপনী অনুষ্ঠান সংক্ষিপ্ত করেছে আয়োজক বিওএ। প্রথম ও দ্বিতীয় পর্বের দৈর্ঘ্য হবে এক ঘণ্টা। বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট উন্মুক্ত করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান। জাতীয় সঙ্গীতের পরপরই কয়েকটি সংক্ষিপ্ত বক্তব্য।
দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় ১০ দিনের গেমসের ১৫ মিনিটের একটি ভিজুয়াল প্রেজেন্টেশন হবে। সোয়া ৭টায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত লেজার শো হবে। এরপর গেমসের মশাল নেভানোর মাধ্যমে আনুষ্ঠানিক সমাপ্তি।


আরো সংবাদ



premium cement