২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

হকির ফাইনাল আজ

-

মওলানা ভাসানী স্টেডিয়ামে গেমস হকির ফাইনাল হবে আজ। বেলা সাড়ে ৩টায় মহিলা বিভাগে স্বর্ণপদকের লড়াইয়ে অবতীর্ণ হবে ঝিনাইদহ ও নড়াইল। বিকেল সাড়ে ৫টায় পুরুষ বিভাগে স্বর্ণপদকের জন্য লড়বে নৌবাহিনী ও সেনাবাহিনী। এর আগে সকাল সাড়ে দশটায় মহিলা বিভাগে ব্রোঞ্জের জন্য লড়বে দিনাজপুর ও কিশোরগঞ্জ।

গতকাল প্রথম সেমিতে ঝিনাইদহ জেলা জেসমিন আক্তার জেসির হ্যাটট্রিকে ৭-০ গোলে দিনাজপুর জেলা দলকে হারিয়ে ফাইনালে নাম লেখায়। জেসি একাই করেন ৪ গোল। দু’টি গোল করেন রিভা খাতুন। বাকিটা অনন্যা বিশ্বাসের। দ্বিতীয় সেমিতে মুক্তা খাতুনের একমাত্র গোলে নড়াইল জেলা দল ১-০তে কিশোরগঞ্জ জেলাকে হারিয়ে ফাইনালের টিকিট কাটে।
আজ ফাইনালের আগে শিরোপার বিষয়ে আশাবাদী উভয় দলই। ঝিনাইদহের অধিনায়ক রানী খাতুন বলেন, ‘আগের ম্যাচের ভুলগুলো যাতে ফাইনালে না হয়, এ বিষয়ে আমরা সবাই সজাগ। ফাইনালে হারা মানে কিছু নেই, জয় মানে বহু কিছু। আমরা বহু কিছুতেই থাকতে চাই।’ কোচ জামাল হোসেন বলেন, ‘২০১৬ সালে আমরা আন্তঃজেলা চ্যাম্পিয়ন হই, ২০১৮ সালে যুব গেমসে চ্যাম্পিয়ন হই। এবার গেমস হকির সোনার পদক নিয়েই ঝিনাইদহে ফিরতে চাই।’
নড়াইল অধিনায়ক কিমি কর্মকার বলেন, ‘এ পর্যন্ত যখন এসেছি, তখন সোনার পদক না নিয়ে ফিরতে চাই না। ক’দিন আগে ডেভেলপমেন্ট কাপে রানার্সআপ হয়েছি বিকেএসপির কাছে হেরে। এবার আর ফাইনাল হারতে চাই না।’ কোচ ওস্তাদ ফজলু জানান, ‘সেমিফাইনালে ডিফেন্ডার লিমা খাতুন চোট পেয়ে কপালে দু’টি সেলাই পড়েছে। সে খেলতে না পারলে এটা হবে আমাদের জন্য বড় ধাক্কা। আশা করছি, ঝিনাইদহের বিপক্ষে জয় দিয়ে নতুন সূচনা পাবে নড়াইল।’


আরো সংবাদ



premium cement
গাজায় সাহায্য বাড়াতে ইসরাইলকে নির্দেশ আইসিজের দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ বস্ত্র-পাট খাতে চীনের বিনিয়োগ চায় বাংলাদেশ জামালপুরে সাব রেজিস্ট্রারকে হত্যার হুমকি মামলায় আ’লীগ নেতা গ্রেফতার গাজায় অনাহার যুদ্ধাপরাধ হতে পারে : জাতিসঙ্ঘ ‘প্রত্যেককে কোরআনের অনুশাসন যথাযথভাবে অনুসরণ করতে হবে’ মতলব উত্তরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু প্রাথমিকে শিক্ষক নিয়োগের শেষ ধাপের পরীক্ষা শুক্রবার লম্বা ঈদের ছুটিতে কতজন ঢাকা ছাড়তে চান, কতজন পারবেন? সোনাহাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ত্যাগ করলেন ভুটানের রাজা বছরে পৌনে ৩ লাখ মানুষের মৃত্যু দূষণে

সকল