২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

প্রথমবারের মতো স্বাধীনতা কাপ মহিলা হকি

-

আগামী ১৪ মার্চ মওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হচ্ছে ১৩ দলের প্রথম ওয়ালটন মহিলা ডেভেলপমেন্ট স্বাধীনতা কাপ। প্রায় দেড় বছর পর মাঠে নামতে যাচ্ছে মহিলা হকি খেলোয়াড়রা। প্রতিযোগিতার ‘ক’ গ্রুপে রয়েছেÑ ঝিনাইদাহ, জয়পুরহাট ও ঠাকুরগাঁও জেলা। ‘খ’ গ্রুপেÑ নড়াইল, চট্টগ্রাম ও যশোর, ‘গ’ গ্রুপেÑ রাজশাহী, রংপুর ও দিনাজপুর এবং ‘ঘ’ গ্রুপে রয়েছেÑ বিকেএসপি, কিশোরগঞ্জ, কক্সবাজার ও ময়মনসিংহ জেলা। ১৪-২১ মার্চ হবে গ্রুপ পর্বের খেলা। ২৩ মার্চ দু’টি সেমিফাইনাল এবং ২৪ মার্চ ফাইনাল। চ্যাম্পিয়ন দল ৬০ হাজার, রানার্স আপ দল ৪০ হাজার, সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা ১০ হাজার টাকা করে প্রাইজমানি পাবেন।
বিকেএসপি এবারই প্রথম অংশ নিবে। ক্রীড়া প্রতিষ্ঠানটি চলতি বছর নতুন করে মহিলা দল গঠন করে। বাছাই কার্যক্রম চালু হয়েছিল গত বছর থেকেই। সিঙ্গাপুর খেলতে যাওয়া জাতীয় দল থেকে বেশিরভাগ মেয়েদেরই নিয়ে নেয়া হয় বিকেএসপিতে।


আরো সংবাদ



premium cement