২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জিতলেও পয়েন্ট পাবে না অনূর্ধ্ব-১৭ দল

-

২০২০-২১ এর এই লিগ শুরু হবে ২৭ মার্চ। আর লিগের দলবদল ১০-২০ মার্চ। গত বছর ৭ দলের লিগ হলেও এবার ১০ দল নিয়ে লিগ হবে। যদিও আবেদন করেছিল ১৭টি ক্লাব। কিন্তু ১০ ক্লাবকে লাইসেন্স দেয় লিগে অংশ নেয়ার। এই দলগুলো হলো, গতবারের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস, রানার্সআপ নাসরিন স্পোর্টিস অ্যাকাডেমি, কাচারীপাড়া একাদশ, শেখ রাসেল ক্রীড়া চক্র, এফসি ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ইউনাইটেড, বাফুফে অনূর্ধ্ব-১৭ দল, সদ্য পুস্করিণী স্পোর্টিং ক্লাব, কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাব ও আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। বাফুফে অনূর্ধ্ব-১৭ দল খেললেও তাদের ভাণ্ডারে কোনো পয়েন্ট যোগ হবে না। এই দলটি লিগে খেলছে এবারের সাফ ও এএফসির আসরের প্রস্তুতি হিসেবে, জানান বাফুফের মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন। লিগে পুলের কথা বলা হলেও শেষ পর্যন্ত পুল হচ্ছে না।

 


আরো সংবাদ



premium cement