২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘কন্ডিশনে মানিয়ে নিয়েছে বাংলাদেশ’

নিউজিল্যান্ডে প্র্যাকটিস পিচ পরীক্ষা করছেন হাবিবুল বাশার সুমন : বিসিবি -

নিউজিল্যান্ডের পরিবেশের সাথে উপমহাদেশের অন্য যেকোনো দলের জন্যই খাপ খাইয়ে নেয়া কঠিন। ঠাণ্ডা আবহাওয়া, কনকনে বাতাস আর ঘাসের উইকেটে স্বাভাবিকভাবে বিদেশী ক্রিকেটারদের ভুগতে হয়। তবে বাংলাদেশ চলতি সফরে কিউই পরিবেশে নিজেদের ভালোভাবে মানিয়ে নিয়েছে বলে মনে করেন দলের সাথে থাকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক হাবিবুল বাশার সুমন।
গতকাল নিউজিল্যান্ড থেকে এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন বাশার। বাশার বলেন, ‘আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল নিউজিল্যান্ডের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়া। এই সময়টা খুব ভালোভাবে মানিয়ে নিয়েছেন সবাই এবং নিউজিল্যান্ডের সুযোগ-সুবিধা খুব চমৎকার।’
সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে কিউইদের দেশে যান তামিম-মুশফিকরা। সফরের প্রথম ম্যাচ শুরু হবে ২০ মার্চ। কিন্তু বাংলাদেশ দল চলে যায় প্রায় এক মাস আগে, ২৩ ফেব্রুয়ারি। উইলিয়ামসনদের দেশে ২৪ ফেব্রুয়ারি পৌঁছানোর পর এখন ক্রিকেটাররা পার করছেন ১৪ দিনের কোয়ারেন্টিন। সাত দিন আইসোলেশন কাটিয়ে তামিমরা সুযোগ পাচ্ছেন ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করার।
সবকিছু মিলিয়ে সিরিজ শুরুর আগে দীর্ঘ দিন নিউজিল্যান্ডে থাকা, পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়াকে ভালোভাবেই দেখছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এই নির্বাচক বলেন, ‘আমার মনে হয়, আগে এসে আমরা যে কষ্টটুকু করছি, সেটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছি। আমাদের এটা খুব ভালোভাবেই কাজে লাগবে এই সিরিজে। কারণ এখানকার কন্ডিশন আমাদের কন্ডিশন থেকে একেবারেই ভিন্ন। হয়তো ডানেডিনে ঠাণ্ডা একটু বেশি থাকবে। উইকেট কিন্তু এ রকমই থাকবে। আমার মনে হয় একটু আগে এসে এটা খুব ভালোভাবে কাজে লাগাতে পারছি।’
এদিকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু মনে করেন, নিউজিল্যান্ডের কন্ডিশনটাই ভালো খেলার পথে সবচেয়ে বড় বাধা। ভালো খেলতে হলে সেই বাধা টপকাতে হবে। দলের সাথে নিউজিল্যান্ডে না গেলেও ২০১৬-২০১৭ সালে দলের সাথে গিয়েছিয়েলন নান্নু। ফলে নিউজিল্যান্ডের আবহাওয়া, উইকেট তথা কন্ডিশন সম্পর্কে নান্নুর ধারণা পরিষ্কার। সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে বলেন, ‘নিউজিল্যান্ডে ভালো করতে হলে সামর্থ্যরে সেরাটা উপহার দিতেই হবে। সেখানে ভালো ক্রিকেট খেলা খুবই কঠিন। এটা অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। তবে তাই বলে যে ভালো খেলাই যাবে না, আগেই হার মাথায় নিয়ে বসে থাকা যাবে না।’ তিনি বলেন, ‘সবাই যদি নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে আশাবাদী হওয়াই যায়।’


আরো সংবাদ



premium cement
থামছে না পুঁজিবাজারে পতন বিনিয়োগকারীদের আর্তনাদ ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু: নাগাল্যান্ডে ভোটার উপস্থিতি প্রায় শূন্য কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী আন্দোলনে ব্যর্থ বিএনপির হাল ধরার কেউ নেই : ওবায়দুল কাদের পাবনায় ভারতীয় চিনি বোঝাই ১২টি ট্রাকসহ ২৩ জন আটক স্বচ্ছতার সাথে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে: তথ্য প্রতিমন্ত্রী মিয়ানমার বিজিপির আরো ১৩ সদস্য পালিয়ে এলো বাংলাদেশে শ্যালকের অপকর্মে দুঃখ প্রকাশ করলেন প্রতিমন্ত্রী পলক মন্দিরে অগ্নিসংযোগের অভিযোগ তুলে ২ ভাইকে হত্যা ইরানে ইসরাইলি হামলার খবরে বাড়ল তেল সোনার দাম যতই বাধা আসুক ইকামাতে দ্বীনের কাজ চালিয়ে যাবো : ডা: শফিকুর রহমান

সকল