১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নিক্সনে জয় চট্টগ্রাম আবাহনীর

মুক্তিযোদ্ধা ০:১ চট্টগ্রাম আবাহনী
-

শুরুর মতো শেষ ম্যাচেও গোল নিক্সন গুইলেরমো রোকার। তবে লিগে প্রথম ম্যাচের মতো অবশ্য হারের তিক্ত স্বাদ নিতে হয়নি চট্টগ্রাম আবাহনীকে। বরং গতকাল এই ব্রাজিলিয়ান স্ট্রাইকারের গোলে জয় দিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্ব সম্পন্ন করল বন্দর নগরীর দলটি। বঙ্গবন্ধু স্টেডিয়ামে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ১-০ গোলে হারিয়ে নিজেদের নামের পাশে ১৯ পয়েন্ট জমা মারুফুল হকের দলের। ১২ খেলায় এটি তাদের পঞ্চম জয়। অন্য দিকে ১২ খেলায় সপ্তম হারে ৯ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধা কিছুটা হলেও রয়েছে রেলিগেশন শঙ্কায়।
গোলশূন্য প্রথমার্ধ শেষে ৫৪ মিনিটে গোলের কাছে চলে যায় চট্টগ্রাম আবাহনী। মান্নাফ রাব্বীর শট মুক্তিযোদ্ধার ডিফেন্ডার সুজন মিয়া গোল লাইন থেকে ঠেকালে উল্লাসে মাতা হয়নি বিপিএল-এ ঢাকার বাইরের দলটির। এর পরপরই মুক্তিযোদ্ধার জাপানি অধিনায়ক ইউসিকো কাতো সমতা আনার সুযোগ পান। অবশ্য গোলরক্ষক নাঈম সোজা ভলি মেরে নষ্ট করেন তা। দ্বিতীয়ার্ধের মাঝামাঝিতে কোচ মারুফ মাঠে নামান কায়সার আলী রাব্বীকে। এতে দলের আক্রমণে গতি বাড়ে। ৭৭ মিনিটে ম্যাচের এক মাত্র গোলটিও তার ক্রস থেকে। তার ক্রসে হেড নেন রাকিব হোসেন। তা বিপক্ষ ডিফেন্ডারের গায়ে প্রতিহত হলে ফিরতি বলে ডান পায়ের তীব্র ভলিতে গোল নিক্সনের। লিগে এটি তার সপ্তম গোল। সেই সাথে তৃতীয়বারের মতো তার একমাত্র গোলে জয় পাওয়া চট্টগ্রাম আবাহনীর।
৮৭ মিনিটে ব্যবধান বাড়েনি জাতীয় দলের সাবেক স্ট্রাইকার বদলি হিসেবে নামা সাখাওয়াত রনির শট পোস্টে লাগায়। সে বল নিক্সনের পায়ে পড়লে তিনি পাঠান বাইরে। ইনজুরি টাইমে কায়সার রাব্বীর থ্রু পাস মানিক হোসেন মোল্লা নিয়ন্ত্রণে নিতে না পারায় নিক্সনই হয়ে যান ম্যাচের নায়ক।
আজ লিগের প্রথম পর্বের শেষ ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল।


আরো সংবাদ



premium cement
শিবপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর নিহত চকরিয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৩ গাজা মানবিক নরকে পরিণত হয়েছে : জাতিসঙ্ঘ প্রধান রাফা হামলার পরিকল্পনা ইসরাইলের ত্যাগ করা উচিত : চীন গাজা যুদ্ধে নতুন যে কৌশল অবলম্বন করল ইসরাইল হাসপাতালের শৌচাগারে মিলল নবজাতক শিশু ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রার ঢাকা সফর স্থগিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিসিডিপি গঠন করা হবে : পরিবেশমন্ত্রী অননুমোদিত জমি ভরাট কার্যক্রমের সন্ধান পেলে দ্রুত ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা ইসরাইলকে পারমাণবিক স্থাপনায় আঘাতের ব্যাপারে সতর্ক করলো আইআরজিসি

সকল