২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

আবারো স্পিন বিষ আহমেদাবাদে

-

তৃতীয় টেস্টের পর সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও স্পিন বিষে নীল আহমেদাবাদের উইকেট। গতকাল টেস্টের প্রথমদিন পড়েছে ১১টি উইকেট, এর মধ্যে ৮টি নিয়েছেন স্পিনাররা। প্রথম ইনিংসে রবিচন্দ্রণ অশি^ন ও অক্ষর প্যাটেলের স্পিন ঘূর্ণিতে ২০৫ রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড। অক্ষর চারটি ও অশি^ন তিনটি উইকেট নেন।
তৃতীয় সেশনে ব্যাট করতে নেমে এক উইকেটে ২৪ রানে দিন শেষ করেছে স্বাগতিকরা। শুরুতেই তারা শুভমান গিলের (০) উইকেট হারায়। ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের এলবিডব্লিউর ফাঁদে পড়েন গিল। এরপর বাকি সময় অবিচ্ছিন্ন থেকে পার করেন রোহিত শর্মা ৮ ও চেতেশ্বর পূজারা ১৫ রানে। ভারত এখনো পিছিয়ে ১৮১ রানে। এর আগে টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় ইংল্যান্ড। এবারো ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। অদ্ভুত টার্ন আর বাউন্স দুটোই গত টেস্টের মতো দেখা যায় পিচে। বেন স্টোকসের ৫৫ ও ড্যান লরেন্সের ৪৬ রানে ভর করে কোনো রকম দুইশর ঘরে পৌঁছায় ইংলিশরা।


আরো সংবাদ



premium cement