২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

দুই দিনেই জিতল জিম্বাবুয়ে

-

দিন চারেক আগে দুই দিনও ঠিকভাবে ম্যাচ মাঠে না গড়ানোয় ভারত-ইংল্যান্ডের সিরিজের তৃতীয় টেস্ট নিয়ে চলছে নানা সমালোচনা। সেই রেশ না কাটতেই এবার আবুধাবিতে দুই দিনে গেল আফগানিস্তান-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে আফগানদের ১০ উইকেটে হারিয়ে ১-০তে এগিয়ে গেল জিম্বাবুয়ানরা। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। গতকাল দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে অল আউট হয়ে যায় দলটি। যা প্রথম ইনিংস থেকে মাত্র ৪ রান বেশি। প্রথম ইনিংসে আসগর আফগানদের সংগ্রহ ছিল ১৩১ রান। দুই ইনিংস মিলিয়ে তাদের সংগ্রহ ২৬৬ রান! অন্য দিকে অধিনায়ক সেন উইলিয়ামসের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে করেছিল ২৫০ রান। ফলে দিয়ে ইনিংসে তাদের টার্গেট দাঁড়ায় মাত্র ১৭ রান। আফগানদের হয়ে অফস্পিনার আমির হামজা ছয়টি উইকেট নেন। আফগান ব্যাটসম্যানদের মধ্যে ইব্রাহিম জাদরান ৭৬ রান করেন। ডোনাল্ড ত্রিপানো ও ভিক্টর এনইয়াউচি তিনটি করে উইকেট নেন। ছোট্ট লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না খুইয়ে দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

ক্রীড়া ডেস্ক


আরো সংবাদ



premium cement