১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অ্যাতলেটিকো ও লিভারপুলের জয়

-

লা লিগায় শিরোপা পথেই এগিয়ে যাচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। গত রোববার রাতে ভিয়ারিয়ালকে ২-০ গোলে হারিয়ে শীর্ষস্থান আরো মজবুত করেছে দিয়েগো সিমিওনের দল। অ্যাতলেটিকোর জয়ে একটি গোল করেন স্ট্রাইকার জোয়াও ফেলিক্স। আরেকটি গোল আসে ভিয়ারিয়ালের অ্যালফানসো পেদ্রাজার কাছ থেকে। এই জয়ে ২৪ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে থাকল অ্যাথলেটিকো। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
সিরি-আতে জেনোয়াকে ৩-১ গোলে পরাজিত করেছে ইন্টার মিলান। আরেক ম্যাচে এসি মিলান ২-১ গোলে হারিয়েছে রোমাকে। এ দিকে ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের হাইভোল্টেজ ম্যাচে গোলের দেখা পায়নি কেউ। স্টামফোর্ড ব্রিজের ম্যাচটিতে দু’দল মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে। অন্য দিকে গ্যারেথ বেল নৈপুণ্যে বড় জয় পেয়েছে টটেনহ্যাম হটস্পার। ওয়েলস উইঙ্গারের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ঘরের মাঠে বার্নলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পার্সরা।
আরেক ম্যাচে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা। একটি গোল করেন কার্টিস জোন্স। অন্যটি প্রতিপক্ষের আত্মঘাতী। প্রথমার্ধে পাঁচ-পাঁচটি সেভ করে লিভারপুলকে আটকে রাখলেন শেফিল্ড ইউনাইটেড গোলরক্ষক অ্যারন র্যামসডেল। কিন্তু বিরতির শেষে তিন মিনিটের মাথায় দলকে ১-০ তে এগিয়ে নেন জোন্স। ৬৫ মিনিটে কিন ব্রায়ান আত্মঘাতী গোলটি শেফিল্ডের হার নিশ্চিত করে (২-০)।
এই জয়ে ২৬ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে লিভারপুল। সমান ম্যাচে ৫০ পয়েন্টে দ্বিতীয় স্থানে ম্যানইউ। ৬২ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আটে ওঠে এসেছে মরিনহোর টটেনহ্যাম।

 


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে সৎভাইকে কুপিয়ে হত্যা দুবাই পানিতে তলিয়ে যাওয়ার কারণ কি কৃত্রিম বৃষ্টি ঝরানো? এ দেশের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে : ডাঃ শফিকুর রহমান পিছিয়েছে ডি মারিয়ার বাংলাদেশে আসার সময় ইরানে হামলা : ইস্ফাহান কেন টার্গেট? মাত্র ২ বলে শেষ পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টি জেলে কেজরিওয়ালকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ দলের ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা তোকে যদি এরপর হলে দেখি তাহলে খবর আছে, হুমকি ছাত্রলীগ নেতার বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা করা হয়নি : প্রধানমন্ত্রী দাওয়াতী ময়দানে সকল নেতাদের ভূমিকা রাখতে হবে : ডা. শফিকুর রহমান

সকল