২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পুকুর ভরাট করে টুকুর ইনডোর

-

নিজে জাতীয় দলে খেলা তো দূরের কথা, যেতে পারেননি বিভাগ কিংবা জেলা পর্যায়েও। ঢাকায় এসে খেলার সুযোগও পাননি। তবে নিজ ফকির হাট উপজেলার বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন খেলে দর্শক মাতিয়েছেন শেখ জাহিদুল ইসলাম টুকু। সেই থেকে রয়ে গেছে অপূর্ণতা। শীত মৌসুমে মাত্র দুই তিন মাস মাঠে ঘাটে খেলে কি আর জাতীয় দলে সুযোগ পাওয়া যায়! তাই নিজের পৈতৃক সম্পত্তির পুকুর ভরাট করে বানালেন ইনডোর। স্বপ্ন দেখেন বাগেরহাট জেলার ফকিরহাট ইনডোর থেকেই খেলোয়াড়রা একদিন জায়গা করে নিবে জাতীয় ব্যাডমিন্টন দলে।
টুকুর কথায়, ‘বাবা আব্দুর রশিদ পেপার মিলের ফুটবলার ছিলেন। আমার খেলাধুলার প্রতি আগ্রহ সেখান থেকেই। ব্যাডমিন্টনে জাতীয় পর্যায়ে যেতে পারিনি। এমনকি জেলা পর্যায়েও না। আমার এলাকার ছেলেদের কথা চিন্তা করেই ইনডোর বানাই। যাতে এখান থেকেই জাতীয় দলের শাটলার হিসেবে নাম লেখাতে পারে। জুনিয়রে প্রতিভাবান পলক, গালিব, মেহেদী, রোমান আছে। আশা আছে তারাই ভালো শুরু এনে দিবে।’
তিনি যোগ করেন, ‘পুকুরে মাছ চাষ করলে নিজে হয়তো কিছু টাকা পেতাম। কিন্তু ইচ্ছের মৃত্যু ঘটত। বড় ভাই শহীদুল ইসলাম টুটুলও আমার ইচ্ছেকে সম্মান জানিয়ে সমর্থন করেছেন এবং ইনডোর বানাতেও সাহায্য করেছেন।’
খরচের বিষয়ে বলেন, ‘সবাই মিলে খরচ বহন করি। যারা এখানে শিখে তারা সামর্থ্য অনুযায়ী মাসে ২০০ থেকে ৫০০ টাকা দেয়। সেখান থেকেই জেনারেটর খরচ, বৈদ্যুতিক বিল, ফেদার বাবদ খরচ হয়। তবে বেশির ভাগ টাকা আমাকেই বহন করতে হয়। যখন এখান থেকে কেউ জাতীয় দলে সুযোগ পাবে তখন সব কষ্ট লাঘব হয়ে যাবে।’
ভালো খেলোয়াড় তৈরি করতে হলে একজন ভালো কোচেরও প্রয়োজন। ‘আমি অ্যাথলেট হিসেবে বিভাগীয় পর্যায়েও খেলেছি। বিকেএসপিতে কোচেস কোর্সও করেছি। এখানে তো আর উন্নত মানের কোচ এনে ট্রেনিং করানো সম্ভব নয়। তাই নিজেই প্রাথমিক কোর্স করে সামাল দিতে চাই’, জানান তিনি।
প্যারা ব্যাডমিন্টনে আটজন ছেলে ও মেয়ে শাটলার নিয়ে এসেছেন ফকিরহাটের টুকু ও মংলার জুস্ট মিলন। এ নিয়ে চিন্তার শেষ নেই। তারা জানালেন, ‘ওদের নিয়ে আসার সময় কত কিছু শুনতে হয়েছেÑ কী পাবো। খেলে কী লাভ। তার চেয়ে চাকরি করলে টাকা পাবে, সংসারের হাল হবে।’ আসলে সব অভিভাবকই আশায় থাকে তারা আর্থিক লাভবান হবেন।’
টুকু ও জুস্ট বলেন, ‘ফেডারেশন থেকে কিছুটা আর্থিক পুরস্কার, যাতায়াত, থাকা-খাওয়ার সুবিধা দিলে অনেকেই আগ্রহী হবেন।’


আরো সংবাদ



premium cement
রাশিয়ার ৯৯টি ক্ষেপণাস্ত্রের ৮৪টি ভূপাতিত করেছে ইউক্রেন আওয়ামী লীগকে ‘ভারতীয় পণ্য’ বললেন গয়েশ্বর দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে দাগনভুঞার যুবক নিহত কাশ্মিরে ট্যাক্সি খাদে পড়ে নিহত ১০ অবশেষে অধিনায়কের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছল পাকিস্তান জাতিসঙ্ঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থাকে আবার অর্থায়ন শুরু করবে জাপান শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপিকে অন্ধকারে ঠেলে দিয়েছে : ওবায়দুল কাদের রাশিয়া সমুদ্র তীরবর্তী রিসোর্টে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে সিরিয়ায় ইসরাইলি হামলায় নিহত ৩৬ সেনা সদস্য দৌলতদিয়া ঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে যুবকের মৃত্যু অ্যানেসথেসিয়ার পুরনো ওষুধ বাতিল করে কেন নতুনের জন্য বিজ্ঞপ্তি!

সকল