২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

কক্সবাজারে আজ শুরু জাতীয় আরচারি

-

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ। আজ থেকে শুরু হওয়া প্রতিযোগিতায় রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগে ১৪৮ জন আরচার অংশ নেবেন। এর মধ্যে রিকার্ভ বিভাগে পুরুষ ৬৮ জন ও মহিলা ৩০ জন এবং কম্পাউন্ড বিভাগে পুরুষ ৩০ জন ও মহিলা ২০ জন।
গতকাল বিওএ ভবনে এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানান, ‘আমরা আরচারদের সব পরিস্থিতিতেই খেলিয়ে অভ্যস্ত করতে চাই। কারণ সামনেই জাপানে অনুষ্ঠিত হবে অলিম্পিক গেমস। সাগর বেষ্টিত দেশটিতে বাতাসের প্রবাহ বেশি থাকতে পারে। তাই কক্সবাজারে একটু বেশি বাতাসে রোমান সানারা কেমন পারফরম্যান্স করেন সেটিই দেখতে চাই।’ কম্পাউন্ড ও রিকার্ভ মিলিয়ে ১০টি ইভেন্টে ৬০টি পদকের লড়াই হবে।

 


আরো সংবাদ



premium cement