২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

নৌবাহিনীর শিরোপা অক্ষুণœ

-

শহীদ স্মৃতি হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। মওলানা ভাসানী স্টেডিয়ামে গতকাল ফাইনাল খেলায় নৌবাহিনী ৩-১ গোলে বাংলাদেশ সেনাবাহিনীকে হারিয়ে শিরোপা জিতে। ২০২০ সালেও তারা সেনাবাহিনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। নৌবাহিনীর হয়ে গোল করেন রাসেল মাহমুদ জিমি, খোরশেদুর রহমান ও রোমান সরকার। সেনাবাহিনীর গোলদাতা মনোজ বাবু। ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন আন্তর্জাতিক আম্পায়ার শাহবাজ আলী ও হাসান রনি। খেলা শেষে পুরস্কার প্রদান করেন হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবত।
শহীদ স্মৃতি হকিতে ফুটে উঠেছে খেলোয়াড়দের ফিটনেস দুর্বলতা। তাদের ফিটনেস ধরে রাখতে বাহফে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের আপ্রাণ চেষ্টা। ‘যেহেতু অন্য কোনো লিগ হচ্ছে না। সেহেতু এসব টুর্নামেন্ট দিয়ে খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখার চেষ্টা করছি। বিশেষ করে সারা বছর ফিটনেস কোচ, ট্রেইনার রাখতে গেলে যে টাকার প্রয়োজন তা বাহফের নেই। কোনো টুর্নামেন্টের আগে এক দুই মাস ক্যাম্প করলে তখন ফিজিও ট্রেইনার ইত্যাদি রাখা যায়। তবে অর্থের অভাবে দীর্ঘমেয়াদে রাখা কঠিন।’
নৌবাহিনীর কোচ মামুনুর রশিদ জানালেন, ‘ফিটনেস আরো উন্নতি করা সম্ভব। করোনাকালীন এই ঘাটতিটা হয়েছে। ক্যাম্প হলেই জাতীয় দলের ফিটনেস আগের জায়গায় চলে আসবে। এখনতো ছন্নছাড়াভাবে আছে তাই এমন হয়েছে।’


আরো সংবাদ



premium cement