২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আধঘণ্টার মুক্ত বাতাসে টাইগাররা

প্রথম পরীক্ষায় সবাই নেগেটিভ
নিউজিল্যান্ডে মুক্ত বাতাসে পায়চারি করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা : বিসিবি -

করোনা বিরতি কাটিয়ে এই প্রথম বিদেশ সফরে গেছে বাংলাদেশ। ওয়ানডে ও টি-২০ সিরিজের জন্য নিউজিল্যান্ডে পৌঁছানোর পর টাইগার ক্রিকেটার ও কোচিং স্টাফদের প্রথম দফা করোনা পরীক্ষা করা হয়। সেখানে সবার ফল নেগেটিভ এসেছে। হোটেল রুমে নিজ নিজ কক্ষে দুই দিন ‘বন্দী’ থাকার পর, অবশেষে গতকাল আধঘণ্টা মুক্ত বাতাসে ঘোরাঘুরির সুযোগ পায় টাইগাররা।
নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে থাকা বাংলাদেশের সব ক্রিকেটার ও সংশ্লিষ্ট সবাই করোনা ভ্যাকসিন নিয়েই দেশ ছাড়েন। গত ২৩ ফেব্রুয়ারি দেশ ছাড়ার পর ক্রাইস্টচার্চ পৌঁছে কঠোর আইসোলেশন থাকেন তামিম-মুশফিকরা। সিরিজ শুরু হওয়ার আগে মোট তিনবার করোনা পরীক্ষা করাতে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। এরপর আরো দুই দফা করোনা টেস্ট দিয়ে ৯ মার্চ পুরো দল এক সাথে অনুশীলন শুরু করতে পারবে।
বাইরে বের হয়ে ৩০-৪০ মিনিট করে হাঁটা-হাঁটি করেন তামিম-তাসকিনরা। বাইরে বের হলেও ২ মিটার দূরত্ব বজায় রেখেছেন খেলোয়াড়রা। পুরোপুরিভাবে চলাফেরা করতে ১৪ দিন সময় লাগবে তাদের। দু’দিন ঘরবন্দী থাকার পর বাইরে বের হতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলেন ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া ভিডিও বার্তায় পেসার তাসকিন বলেন, ‘এ রকম আইসোলেশন একটা আলাদা অভিজ্ঞতা। আগে কখনও এভাবে সময় কাটানো হয়নি। প্রায় ৪৮ ঘণ্টা পর আমরা ৩০-৪০ মিনিটের জন্য হাঁটার সুযোগ পেয়েছি। সবার মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হয়েছে।’
তিনি আরো বলেন, ‘পরিবারের সাথে ফোনে কথা বলে, সিনেমা দেখে ঘরে সময় কাটছে। বিসিবি থেকে আমাদের কিছু শরীরচর্চারও ব্যবস্থা করে দিয়েছে। কিছু সূচি দেয়া হয়েছে। সবমিলিয়ে এভাবেই সময়টা কেটে যাচ্ছে। কিছু ব্যান্ডস আর সাইক্লিংয়ের জন্য সরঞ্জাম দেয়া হয়েছে। কিছু শরীর চর্চা, সিনেমা, পরিবারের সাথে কথা বলা- এভাবেই যাচ্ছে সময়।’
বাইরে বের হওয়ার আগে সব ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন তাসকিন। তিনি বলেন, ‘ভালো লাগছে যে টানা দুই দিন একদম বন্দী রুমে থাকার পর বাইরে হাঁটার সুযোগ পেলাম। প্রথম করোনা পরীক্ষায় সবার নেগেটিভ আসার পর হাঁটার সুযোগ হয়েছে। আরো কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি আছে। আল্লাহ চাইলে আমরা অনুশীলন শুরু করতে পারব। সব মিলিয়ে আলাদা অনুভূতি। যত দ্রুত অভিজ্ঞতা শেষ হবে, ততই ভালো।’


আরো সংবাদ



premium cement
বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১ দাগনভুঞায় বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তির ঘটনায় আ’লীগ নেতাকে শোকজ দখলে থাকা ৪ গ্রাম আজারবাইজানকে ফিরিয়ে দেবে আর্মেনিয়া স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা! কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যেসব এলাকায় রোববার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

সকল