২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

তানভীরের ঘূর্ণিতে বিধ্বস্ত উলভস

-

বাংলাদেশ সফরে আসা আয়ারল্যান্ড উলভস দলে রয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট খেলা একাধিক আইরিশ খেলোয়াড়। বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচসহ ৫ ওয়ানডে ও ২ টি-২০ খেলবে সফরকারীরা। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হওয়া চার দিনের ম্যাচের প্রথম দিনেই দাপট দেখিয়েছে উঠতি টাইগার ক্রিকেটাররা। তানভীরের ঘূর্ণিতে সফরকারীদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ১৫১ রানে। বাংলাদেশ ইমার্জিং দল ১ উইকেটে ৮১ রান করে দিন শেষ করেছে। সাইফ হাসান ২২ ও মাহমুদুল হাসান জয় ১৮ রানে অপরাজিত রয়েছেন। তানভীর নেন ৫ উইকেট।
আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা সম্পন্ন সাতজনকে নিয়ে একাদশ সাজায় আইরিশরা। বাংলাদেশ ইমার্জিং একাদশে রয়েছেন তিন টেস্ট ক্রিকেটার সাইফ হাসান, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। রয়েছেন যুব বিশ্বকাপ জেতা আকবর আলী, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, তানজিদ হাসান তামিমরা। সফরকারীরা অভিজ্ঞতায় এগিয়ে থাকলেও সাগরিকায় প্রথম দিনে দাপট দেখিয়েছেন সাইফ-আকবররা। ইমার্জিং স্পিনারদের দাপটে চা বিরতির আগেই শেষ হয় উলভসের প্রথম ইনিংস।
টসে জিতে ব্যাট করতে নামা আইরিশদের শুরুটা ছিল ধীরগতিতে। তানভীর ইসলাম ৩৪ রানে জেমস ম্যাককুলামকে ফিরিয়ে ভাঙেন উদ্বোধনী জুটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে উলভস। বাঁ-হাতি স্পিনে ৫৫ রানে তানভীরের শিকার ৫ উইকেট। পার্ট-টাইম বোলার অধিনায়ক সাইফ হাসান অফস্পিনে নেন ২ উইকেট। এবাদত হোসেন ২টি ও খালেদ আহমেদের শিকার ১ উইকেট। আট ওয়ানডে খেলা কার্টিস ক্যাম্ফার করেন সর্বোচ্চ ৩৮ রান।
সফরকারীদের ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। সাইফ টেস্ট মেজাজে ব্যাটিং করলেও তানজিদ হাসান তামিম ছিলেন ভিন্ন রূপে। তানজিদের ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে যোগ হয় ৫০ রান। ৩৯ বলে ৪১ রান করে সাজঘরে ফেরেন তানজিদ। শেষ বিকেলে সাইফ ও জয় কোন অঘটন ঘটতে দেননি। দ্বিতীয় উইকেট জুটিতে দু’জন যোগ করেন ৩১ রান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড ‘এ’ দল প্রথম ইনিংস : ৬৭ ওভারে ১৫১ (ম্যাককলাম ১৯, ক্যাম্পার ৩৮, টাকার ২০, খালেদ ১/১৫, এবাদত ২/৩২, তানভীর ৫/৫৫, সাইফ ২/১৫)।
বাংলাদেশ ইমার্জিং দল প্রথম ইনিংস : ২৩ ওভারে ৮১/১ (সাইফ ২২ অপ:, তানজিদ ৪১, মাহমুদুল ১৮ অপ:, টেক্টর ১/২৪)।


আরো সংবাদ



premium cement
গাজার ২টি হাসপাতালে গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসঙ্ঘের তীব্র তাপদাহে পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ বিএনপির ৬ জেলায় বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ, সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা মাতামুহুরিতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২ আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ ফেনীতে ইসতিসকার নামাজে মুসল্লির ঢল গাজা যুদ্ধের মধ্যেই ১০০ শতাংশ ছাড়িয়েছে ইসরাইলের সামরিক ব্যয় মন্ত্রী-এমপি’র স্বজনরা প্রার্থিতা প্রত্যাহার না করলে ব্যবস্থা : কাদের গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন

সকল