২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ড্র ম্যাচে দুই কর্মকর্তাকে লালকার্ড

মুক্তিযোদ্ধা ১ : ১ রহমতগঞ্জ; চট্টগ্রাম আবাহনী ১ : ১ মোহামেডান
-

দুই দলেরই আগের ম্যাচে দুই গোলে জয় ছিল রহমতগঞ্জের বিপক্ষে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে গতকাল বঙ্গবন্ধু এই চট্টগ্রাম আবাহনী এবং মোহামেডানের খেলা শেখ হয় ১-১ এ। একই ভেনুতে দিনের প্রথম ম্যাচে ১-১ এ খেলা শেষ করেছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। তবে কাল মাঠে ফুটবলারদের মধ্যে নয়, ধাক্কাধাক্কি হয়েছে মোহামেডান ও চট্টগ্রাম আবাহনীর কর্মকর্তাদের মধ্যে। ৬১ মিনিটে একটি থ্রো ইনকে কেন্দ্র করে মাঠের বাইরে থাকা মোহামেডানের টিম লিডার আবু হাসান চৌধুরী প্রিন্স ধাক্কা মারেন বয়সে তার অনেক ছোট চট্টগ্রাম আবাহনীর ম্যানেজার আরমান আজিজকে। ফলে রেফারি ভূবন মোহন তরফদার দুইজনকেই লাল কার্ড দেখিয়ে বের করে দেন। দুই দলের এই ম্যাচ ড্র হওয়ায় সমান ১৬ পয়েন্ট তাদের। চট্টগ্রাম আবাহনী অবশ্য এক ম্যাচ (১১) বেশি খেলেছে।
দিনের প্রথম ম্যাচে ২৭ সেকেন্ডে রহমতগঞ্জের বিপক্ষে লিড নেয় মুক্তিযোদ্ধা। ইউসিকো কাতোর থ্রু পাস থেকে বল পেয়ে গোল করেন ফাহিম। অবশ্য ৫৬ মিনিটে রহমতগঞ্জের আরাফাত সমতা আনেন। পরের ম্যাচে ১৫ মিনিটে চট্টগ্রাম আবাহনীর ম্যাথু চিনেডোর কাট ব্যাক থেকে নিক্সনের শট মোহামেডান কিপার সুজন ঠেকালে ফিরতি বলে গোল করেন রাকিব হোসেন। ১৯ মিনিটে তার শট ক্রসবারে লাগলে ব্যবধান বৃদ্ধি হয়নি। ৫৪ মিনিটে সোলেমান দিয়াবাতের সাথে ওয়াল করে মোহামেডানকে খেলায় ফেরান সাইদ রাকিব খান।
আজ কোনো খেলা নেই। আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরার মুখোমুখি হচ্ছে ঢাকা আবাহনী।


আরো সংবাদ



premium cement

সকল