২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৪ ম্যাচ পর জয় শেখ জামালের

ব্রাদার্স ১:৩ শেখ জামাল; আরামবাগ ১:২ পুলিশ
-

তিন গোলে পিছিয়ের আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাদার্স ইউনিয়ন। ৮১ মিনিটে একটি গোল পরিশোধ করলেও তাদের সামর্থ্য ছিল না আরো দুই গোল দেয়ার। তাদের এই ব্যর্থতার সাথে শেখ জামাল রক্ষণকর্মীদের দৃঢ়তা। এর ওপর ভর করেই টানা চার ড্রয়ের পর গতকাল জয়ের দেখা পেল লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব। উল্লেখ্য, আগের ম্যাচে তিন দফা লিড নিয়েও পুলিশের সাথে ড্র করেছিল শেখ জামাল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩-১ গোলে জয়ের ফলে শিরোপা রেসে থাকার সম্ভাবনা জিইয়ে রাখল শফিকুল ইসলাম মানিকের দল। ১০ খেলায় ২২ পয়েন্ট তাদের। ঢাকা আবাহনীর সাথে যৌথভাবে দ্বিতীয় স্থানে তারা। ৩১ পয়েন্ট নিয়ে সবার ওপরে বসুন্ধরা কিংস। কাল মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে অপর ম্যাচে আরামবাগকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ।
শেখ জামালের গোল মানেই বিদেশীদের গোল। কালও আবার তাদের ঝলক। ১৯ মিনিটে রাইট ব্যাক মনির হোসেনের ক্রস নিয়ন্ত্রণে নেন সোলেইমান সিল্লা। এরপর ডান পায়ের প্লেসিং শটে ব্রাদার্স গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটুকে পরাস্ত করেন এই গাম্বিয়ান । ৪৩ মিনিটে টিটুর ভুলে বল পেয়ে অপর গাম্বিয়ান ওমর জোবের নেয়া শট পোস্ট লেগে ফেরত এলেও ৫৪ মিনিটে লিগে টানা পাঁচ ম্যাচে গোলের দেখা পান গাম্বিয়া স্ট্রাইকারটি। স্বদেশী সলোমন কিংয়ের থ্রু পাস থেকে বলের দখল নিয়ে আগুয়ার টিটুর ডান পাশ দিয়ে বল জালে পাঠান। এই গোল দিয়ে ওমর এখন সর্বোচ্চ গোলদাতার দৌড়ে বসুন্ধরার ব্রাজিলিয়ান রবসন রবিনহোর পাশে চলে এলেন। দুইজনের গোলই ১২টি করে।
৭৩ মিনিটে শেখ জামালের ফরোয়ার্ড নুরুল আবসারের শট পোস্টে লেগে ফেরত আসে। এর তিন মিনিট পরেই দলের পক্ষে তৃতীয় গোল করেন উজবেকিস্তানের মিডফিল্ডার ওতাবেক। তা তার ট্রেডমার্ক ফ্রি-কিকে। ৭৮ মিনিটে কোচবিহীন ব্রাদার্স ব্যবধান কমানোর সুযোগ হারায় সুইডেন প্রবাসী যোসেফ নূরের শট ক্রস বারে প্রতিহত হওয়ায়। শেষ পর্যন্ত ৮১ মিনিটে উজবেক ফুটবলার ফুরকাত জনের কর্নারে ফয়সাল মাহমুদের হেডে পরাস্ত বিপক্ষ কিপার জিয়াকে।
বাকি সময়ে শেখ জামাল গোল বাড়াতে পারেনি ব্রাদার্সের বদলি গোলরক্ষক জাফর সরদারের প্রতিরোধে। ব্রাদার্সের এটি অষ্টম পরাজয়।
এ দিকে ফের হারের স্বাদ নিতে হলো আরামবাগ ক্রীড়া সংঘকে। টানা আট ম্যাচে হারের পর উত্তর বারিধারার সাথে ড্র করেছিল নবম ম্যাচে। গতকাল আবার তাদের পরাজিত হতে হলো। কাল তাদের হোম ম্যাচে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে মতিঝিল ক্লাব পাড়ার দলটিকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ। পুলিশের এটি তৃতীয় জয়। ১৪ মিনিটে জমির উদ্দিনের গোলে এগিয়ে যায় পুলিশ। ২৯ মিনিটে আইভোরিকোস্টের বাল্লো ফামোসার পাসে গোল তার স্বদেশী ফেডরিক পোডার গোলে। আরামবাগের পক্ষে ৭২ মিনিটে ব্যবধান কমান নিহাত জামান উচ্ছ্বাস। উঠতি এই স্ট্রাইকারের এটি লিগে তৃতীয় গোল।

 


আরো সংবাদ



premium cement