২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ক্রাইস্টচার্চে বাংলাদেশ দল

-

তিনটি করে ওয়ানডে ও টি-২০ সিরিজ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মঙ্গলবার বিকেল ৪টায় রওনা হয়ে গতকাল স্থানীয় সময় ২টা ৪৫ মিনিটে ক্রাইস্টচার্চে পৌঁছায় বাংলাদেশ দল। করোনা শুরুর পর এই প্রথম বিদেশ সফরে গেল বাংলাদেশ দল।
বাংলাদেশ দল সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের আগে। ওইসময় ক্রাইস্টচার্চের একটি মসজিদে সন্ত্রাসী হামলার পর সফর স্থগিত করেই ফিরতে হয়েছিল তামিমদের। ওই সফরে তৃতীয় ও শেষ টেস্ট না খেলেই সিরিজের মাঝপথে দেশে ফিরে আসে বাংলাদেশ। অবশেষে সেই ক্রাইস্টচার্চ থেকেই শুরু হবে সফরের আনুষ্ঠানিকতা।
নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের রেকর্ড মোটেও ভালো নয়। সেখানে এখন পর্যন্ত কোনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা। নিউজিল্যান্ডের মাটিতে ৯টি টেস্ট, ১৩টি ওয়ানডে ও চারটি টি-২০ ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আইসিসি সুপার লিগের অংশ হিসেবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ভারতে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলার পথে বড় ভূমিকা রাখবে সিরিজটি।
পেস-নির্ভর কন্ডিশনের কারণে টিম ম্যানেজমেন্ট সাত বিশেষজ্ঞ পেসার নিয়ে নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ দল। আর এমন কন্ডিশন বলেই আত্মবিশ্বাসী পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। যদিও ২০১৯ সালের নিউজিল্যান্ড সফরে ব্যাটিং-বোলিংয়ে খুব ভালো করতে পারেননি সাইফউদ্দিন। তিন ম্যাচে মাত্র একটিই উইকেট নিতে পেরেছেন।
দলে সাত পেসার, একাদশে সুযোগ পাওয়া কতটা চ্যালেঞ্জিং হবে? এমন প্রশ্নের জবাবে সাইফউদ্দিন বললেন, ‘না, এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যা ভালো মনে হবে, টিম ম্যানেজমেন্ট সেটাই করবে। সুযোগ পেলে নিজের সেরাটাই দিবো।’
দেশ ছাড়ার আগে প্রত্যয়ীকণ্ঠে জানিয়ে গেছেন, ভালো অবস্থায় থাকলে যেকোনো কন্ডিশনে ভালো করা সম্ভব। লাইন এবং লেন্থ ঠিক রাখতে না পারলে কখনোই সেরা বোলিং হবে না। বেসিক ঠিক রেখে বোলিং করতে পারি, তাহলে সাফল্য পাবো।’ ব্যাটিংয়ের চেয়ে বোলিংয়েই বেশি স্বাচ্ছন্দ্য এই তরুণের, ‘অবশ্যই, বোলিং আমার প্রথম স্কিল। ইনশআল্লাহ, এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করব।’
নিরপেক্ষ ভেনু কিংবা নিজেদের মাঠে একাধিক জয় থাকলেও কিউই কন্ডিশনে শুধুই ব্যর্থতা। তিন সংস্করণ মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে একটি ম্যাচেও জয় পায়নি টাইগাররা। এবার সেই আক্ষেপ দূর করার মিশন। অন্য সবার মতো সাইফউদ্দিনও শুনিয়ে গেলেন, ‘অনেক চাপ থাকবে কি না, সে সব ভাবছি না। প্রসেসটা ঠিক রাখলে সফলতা পাবো। আশা করি, আমরা পুরনো ইতিহাস পাল্টাতে পারব।’
নিউজিল্যান্ডে পাঁচ দিনের ক্যাম্প করার সুযোগ পাবে বাংলাদেশ দল।


আরো সংবাদ



premium cement
হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজডুবি : একজন নিখোঁজ, ১১ জন উদ্ধার হঠাৎ অবসরের ঘোষণা পাকিস্তানের সাবেক অধিনায়কের বগুড়ায় গ্যাসের চুলার আগুনে বৃদ্ধা নিহত বগুড়ায় ধানের জমিতে পানি সেচ দেয়া নিয়ে খুন জিআই স্বীকৃতির সাথে গুণগত মানের দিকেও নজর দিতে হবে : শিল্পমন্ত্রী অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

সকল