২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বসুন্ধরার সাথে শীর্ষে রবিনহোও

বসুন্থরা ৪:০ শেখ রাসেল; সাইফ ২:১ উত্তর বারিধারা
-

আগের দুই বিগ ম্যাচে পয়েন্ট হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ঢাকা আবাহনী ও সাইফ স্পোর্টিংয়ের চেয়ে শক্তিশালী বসুন্ধরা কিংস। গতকাল তাদের বিপক্ষে আরো নাজুক অবস্থা সাইফুল বারী টিটুর দলের। কুমিল্লার ধীরেন্দ্র নাথ স্টেডিয়ামে শেখ রাসেলকে ৪-০ গোলে উড়িয়ে লিগ রেসে শ্রেষ্ঠত্ব ধরে রাখল অস্কার ব্রুজনের দল। এটি তাদের ১১ ম্যাচে ১০ জয়। ৩১ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট তালিকার শীর্ষে দলটি। কাল অন্য ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত উত্তর বারিধারাকে ২-১ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং। পল পুটের দলের এটি পঞ্চম জয়। কাল জোড়া গোল করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের নামের পাশে ১২ গোল জমা করেছেন বসুন্ধরার ব্রাজিলিয়ান মিডফিল্ডার রবিনহো। গোলদাতার তালিকায় সবার ওপরে তিনি। ১১ গোল দিয়ে শেখ জামালে গাম্বিয়ান ওমর জোবে আছেন দ্বিতীয় স্থানে।
বসুন্ধরার জয় মানেই আর্জেন্টাইন বেচেরা ও ব্রাজিলিয়ান রবসন রবিনহোর গোল উৎসব। গতকাল কুমিল্লাতেও হলো তা। অস্কার রাউল বেচেরা ও রবিনহোর দু’টি করে গোলের ওপর ভর করেই তাদের হালি গোলের জয়। ২৩ মিনিটে রবিনহোর পাসে গোল বেচেরার। ৭৪ মিনিটে তার দ্বিতীয় গোল ইরানি খালেদ শাফেইর পাস থেকে। রবিনহোর ৪১ মিনিটের প্রথম গোলে বলের জোগানদাতা তৌহিদুল আলম সবুজ। ৮৩ মিনিটের তার ম্যাচে দ্বিতীয় এবং লিগের ১২তম গোলের উৎস বেচেরার পাস।
এ দিকে আগের ম্যাচগুলোর মতো আবার শেষ সময়ের গোলে পয়েন্ট বঞ্চিত হওয়া উত্তর বারিধারার। সাইফের বিপক্ষে ২০ মিনিটে ইয়েভগেনি ফাজিলভের পাসে আরিফ হোসেনের গোলে এগিয়ে যাওয়া উত্তর বারিধারার। ৪৪ মিনিটে সাইফ খেলায় ফেরে ইয়াসিন আরাফাতের থ্রু পাস থেকে নাইজেরিয়ান জন ওকোলির গোলে। ৮৮ মিনিটে রহিম উদ্দিনের ক্রসে বদলি সাজ্জাদের ডাইভিং হেডে ৩ পয়েন্ট নিশ্চিত ফেডারেশন কাপের রানার্সআপদের। সাথে টানা পাঁচ ড্রয়ের পর হার বারিধারার।


আরো সংবাদ



premium cement
ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে : রিজভী উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্রের ধারা ক্ষুণ্ণ হবে : সিইসি মধুখালিতে দুই ভাই হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি ১২ দলের ঝালকাঠিতে গ্রাম আদালত পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজ ডুবি একজন নিখোঁজ টাঙ্গাইলে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সেন্সরে আটকে গেল চলচ্চিত্র ‘অমীমাংসিত’

সকল