২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

‘এমন বিশ্বাসের জায়গা দরকার ছিল’

-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচে ওয়ানডে সিরিজের বল হাতে দুর্র্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ ও বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান। আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিংয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন দু’জনই। মিরাজ চতুর্থ ও মোস্তাফিজ উঠে এসেছেন অষ্টম স্থানে। দুই ধাপ উন্নতি করে ১৩তম স্থানে উঠেছেন সাকিব আল হাসান। রথ্যাংকিংয়ে মিরাজের উপরে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট, আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান ও ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ।
বোলিংয়ে পুরনো ধার না থাকায় চাপে ছিলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাওয়া নিয়ে ছিল ঘোর অনিশ্চয়তা। প্রতিদ্বনিদ্বতাও ছিল প্রবল। তার পেছনেই যে ছিলেন অফ-স্পিনার মেহেদী হাসান। বিষয়টি নিয়ে নতুন অধিনায়ক তামিম ইকবালও ছিলেন অদৃশ্য চাপে। তবুও আস্থা রাখলেন মিরাজের ওপর। প্রতিদান ঠিকই পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে মিরাজ ২.৭০ ইকোনমিতে সর্বোচ্চ ৭ উইকেট নেন। দ্বিতীয় ওয়ানডেতে ২৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে হয়েছিলেন ম্যাচসেরা। এই ক্যারিবিয়ানদের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ে এক ইনিংসে ৫৮ রানে ৭ উইকেট পেয়েছিলেন। আবার এক ম্যাচে এই উইন্ডিজের ১২ উইকেট নেয়ার রেকর্ডও আছে তার।
নিজের সাফল্যের পর আইসিসি থেকে স্বীকৃতি পাওয়ায় দারুণ খুশি মিরাজ। প্রতিক্রিয়া ব্যক্ত করেন, ‘খুব ভালো লাগছে। আমি আসলে চিন্তাও করতে পারিনি যে, সেরা পাঁচে থাকতে পারব।’
নিজের বোলিং পরিকল্পনা নিয়ে মিরাজ বলেন, ‘যখন আমি টেস্ট ক্রিকেট শুরু করেছি, আমার চিন্তা ছিল শুধু লাল বলেই খেলব না, সাদা বলেও খেলব। সেভাবেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করেছি। ওয়ানডে খেলতে হলে আমার বোলিং ইকোনমি ঠিক রাখতে হবে এবং দলের প্রয়োজনে ব্রেক থ্রু দিতে হবে মাঝে মধ্যে। আমি সেটিই চেষ্টা করেছি।’
সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারিতে যৌথভাবে ছিলেন মোস্তাফিজ ও সাকিব। ছয়টি করে উইকেট নেন তারা। ১১ ধাপ এগিয়ে র্যাংকিং তালিকায় আটে উঠেছেন মোস্তাফিজ। ২০১৮ সালের ডিসেম্বরে পাঁচে উঠেছিলেন এই পেসার, যা ছিল তার ক্যারিয়ার সেরা র্যাংকিং।
বাংলাদেশের দুই বোলার এখন শীর্ষ দশে, বিষয়টি আনন্দ দিচ্ছে মিরাজকে, ‘মোস্তাফিজের শীর্ষ দশে থাকা আমাদের সবার জন্য অনেক ভালো ব্যাপার। সে বিশ্বমানের বোলার এবং ওয়ানডেতে দেশকে অনেক জয় এনে দিয়েছে। অনেক দিন ছন্দে ছিল না। সবারই এমন একটা বিশ্বাসের জায়গা তৈরির দরকার ছিল।’ ব্যাটসম্যান তালিকায় এক ধাপ করে উন্নতি হয়েছে মুশফিকুর রহীম ও তামিম ইকবালের। সিরিজের সর্বোচ্চ ১৫৮ রান করে ২২তম স্থানে উঠেছেন তামিম। পাঁচ ধাপ এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ আছেন ৪৯তম স্থানে। ব্যাটিংয়ে বাংলাদেশের সেরা ১৫ নম্বরে আছেন মুশফিকুর রহীম। এ ছাড়া সাকিব আল হাসান আছেন ২৪-এ। টেস্টে অলরাউন্ডার র্যাংকিংয়ে সাকিব অবশ্য নেমে গেছেন চারে। তার সামনে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে রেটিং বাড়িয়ে নেয়ার সুযোগ।


আরো সংবাদ



premium cement
গ্যাটকো মামলা : খালেদা জিয়ার বিরুদ্ধে শুনানি ২৫ জুন বুড়িচংয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১ গলাচিপায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে ৩টি সংগঠনের নেতৃত্বে মানববন্ধন থাইল্যান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ছেলে হারা মা সাথিয়ার কান্না যেন থামছেই না বৃষ্টির জন্য নারায়ণগঞ্জে ইস্তিস্কার নামাজ আদায় প্রবাসী স্ত্রী থেকে প্রতারণার মাধ্যেমে দেড় লাখ টাকা চাঁদা আদায়, ছাত্রলীগ নেতাকে শোকজ কক্সবাজারে রোহিঙ্গা ভোটারের তালিকা চান হাইকোর্ট আশ্রয় নিলেন মিয়ানমারের আরো ৪৬ বিজিপি সদস্য উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে যুবককে কুপিয়ে হত্যা কক্সবাজারে ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

সকল