২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

স্কোর ধরে রাখতে চান বাকী

-

প্রথমবারের মতো অনলাইনে হতে যাচ্ছে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ। আগামী ২৮-৩০ জুন হবে এই প্রতিযোগিতা। করোনাকালে এমন বড় প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশের একঝাঁক শুটার। সেখানে রয়েছেন দেশের অন্যতম সেরা শুটার আব্দুল্লাহ হেল বাকী। অবশ্য ১০ মিটার এয়ার রাইফেলে কমনওয়েলথ গেমসে দুবার রুপা জেতা এই শুটারই বড় ভরসা। বাকী চাইছেন নিজের সেরা স্কোর গড়ে পদকের জন্য নিজেকে তৈরি করতে।
টোকিও অলিম্পিকে অংশগ্রহণকারী ভারতের শুটাররাও অংশ নিচ্ছেন। এছাড়া চীন-কোরিয়াসহ অন্য দেশের প্রতিযোগীরা তো থাকছেনই। তাদের সাথে লড়াই করেই জবাব দিতে হবে বাকীসহ অন্যদের। ইতোমধ্যে বাছাইও হয়ে গেছে। সেখানে বাকী ৬৩০ স্কোর করে প্রথম হন। বাকী চাইছেন তার এই বাছাইয়ের ফল মূল প্রতিযোগিতায় করে দেখাতে, ‘বাছাইয়ে যে স্কোর হয়েছে তা ধরে রাখতে পারলে অন্তত সেরা আটে থাকতে পারব। তখন পদক জয়ের জন্য লড়াইয়ের সুযোগ থাকবে।’


আরো সংবাদ



premium cement