২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ভলিবলে জাগরণ আনার উদ্যোগ

-

সারা দেশেই চর্চা রয়েছে ভলিবলের। আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভালো করছে বাংলাদেশ। তবে খেলাকে দেশব্যাপী আরো ছড়িয়ে দিতে চায় ফেডারেশন। জাগরণ তুলতে চায় সারা দেশে। তাই দেশের সেরা পাঁচ ভলিবল ক্লাবকে নিয়ে বিভাগীয় পর্যায়ে টপ ফাইভ টুর্নামেন্ট করবে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। আট বিভাগেই ঘুরে ঘুরে টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, তিতাস ক্লাব এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। জানান ভলিবল ফেডারেশন সেক্রেটারি আশিকুর রহমান মিকু। প্রিমিয়ার লিগের অবস্থান অনুযায়ী-ই এই পাঁচ দলকে বাছাই করা হয়েছে। ফেডারেশনের সর্বশেষ সভায় এই সিদ্ধান্ত।
কবে এই টপ ফাইভ টুর্নামেন্ট হবে সে তারিখ চূড়ান্ত হয়নি। মিকু জানান, আমরা মৌখিকভাবে এই পাঁচ দলের কর্মকর্তাদের সাথে জানিয়েছি বিষয়টি। এখন প্রত্যেকটি দলেল সাথে মিটিং করে তারিখ চূড়ান্ত করব। আশাকরি সারা দেশে ভলিবল খেলার ব্যাপক জাগরণ তৈরিতেই এই আসর।
একই সাথে ফের জেলা ভলিবল লিগ চালু করতে যাচ্ছে ফেডারেশন। ১০-১২ বছর আগে হতো জেলা ভলিবল লিগ। এখন তা পুনরায় করতে জেলাগুলোতে চিঠি দেয়া হয়েছে। ২৮ জানুয়ারির মধ্যে জেলাগুলোকে জানাতে হবে তারা জেলা লিগ আয়োজন করতে পারবে কিনা। মিকু জানান, জেলার সম্মতি পাওয়ার পর তাদেরকে আমরা বল নেটসহ অন্য সরঞ্জাম দিয়ে সহায়তা করব। এরপর জেলার চ্যাম্পিয়ন ক্লাবদের নিয়ে টুর্নামেন্ট করার পরিকল্পনা আমাদের। এর চূাড়ন্ত পর্ব হবে ঢাকায়।
আন্তঃজেলা ভলিবলের পুরুষ ও মহিলা আসরের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। পুরুষদের চূড়ান্ত পর্ব ঢাকাতে হলেও মহিলাদের চূড়ান্ত পর্ব হবে কুড়িগ্রাম জেলাতে। ফেব্রুয়ারি মাসেই হবে দুই টুর্নামেন্টের চূড়ান্ত পর্ব।
ঘরোয়া টুর্নামেন্টের বাইরে করোনার মধ্যে আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ দল। জুলাইতে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য সেন্ট্রাল জোন ভলিবলে খেলবে লালসবুজরা। আর সেপ্টেম্বরে জাপানে হতে যাওয়া এশিয়ান ক্লাব ভলিবলেও থাকবে বাংলাদেশেৃর প্রতিনিধিত্ব। অবশ্য ক্লাব টুর্নামেন্ট হলেও ভলিবল ফেডারেশন সেখানে জাতীয় দলই পাঠাবে। মিকুর দেয়া তথ্য, আমরা জাপানে অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের সাথে জাতীয় দলের কয়েকজনকে জুড়ে দিয়ে টিম বানাব। যারা আগামীতে সিনিয়র দলে খেলতে পারে।

 


আরো সংবাদ



premium cement