১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

গলে অ্যান্ডারসনের ভেলকি

-

গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টর প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে বেশি দূর এগোতে দেননি জেমস অ্যান্ডারসন। প্রথম দিন ৪ উইকেটে ২২৯ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে স্বাগতিকরা। গতকাল ১৫২ রান যোগ করে অলআউট হয় তারা। এক সেঞ্চুরি ও চার হাফ সেঞ্চুরিতে সব ক’টি উইকেট হারিয়ে ৩৮১ রানে থামে লঙ্কানদের প্রথম ইনিংস। ব্যাটে-বলে লঙ্কান ব্যাটসম্যান বনাম জেমস অ্যান্ডরসনের লড়াইও বেশ জমেছে। বল হাতে বুড়ো বয়সে ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। ইংলিশ পেসার একাই তুলে নিয়েছেন প্রতিপক্ষের ৬ উইকেট। ২৯ ওভার বল করে ১৩ মেইডেনসহ ৪০ রানের বিনিময়ে এই উইকেট শিকার করেন জিমি। ক্যারিয়ারের ৩০তম বারের মতো ৫ কিংবা তারও ঊর্ধ্বো উইকেট নিয়েছেন ইংলিশ পেসার। ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৯৮ রান সংগ্রহ করেছে সফরকারী ইংল্যান্ড। জো রুট ৬৭ জনি বেয়ারেস্টা ২৪ রানে অপরাজিত রয়েছেন।
এর আগে প্রথম দিন ৪ উইকেটে ২২৯ রানের পর শ্রীলঙ্কা দ্বিতীয় দিনের শুরুতে অ্যাঞ্জেলো ম্যাথিউসের উইকেট হারায়। আগের দিন ১০৭ রানে অপরাজিত ছিলেন ম্যাথিউস। গতকাল ৩ রান যোগ করেই সাজঘরে ফেরেন ১১০ রান করে। ডিকওয়েলা করেন ৯২ রান। শেষে দিকে দিলরুয়ান পেরেরা করেন ৬৭ রান। মার্ক উড নেন ৩ উইকেট।


আরো সংবাদ



premium cement