২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

মার্চে বঙ্গবন্ধু কাপ নিয়ে সংশয়

-

মার্চের শুরুতে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে বাফুফে। তবে এখন মার্চে এ আসর হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। স্পন্সর একটা বিষয় রয়েছেই। তার ওপর করোনা এবং মার্চেই বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ থাকায় অতিথি দলগুলোর সে সময়ে বাংলাদেশে আসার ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা পায়নি বাফুফে। গতকাল কুমিল্লা স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস ও ব্রাদার্স ইউনিয়নের খেলা দেখতে গিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, ‘একে তো করোনার কারণে কোনো দল আসতে চাইছে না। তা ছাড়া আমরা যেসব দেশকে আমন্ত্রণ জানাবো মার্চে তাদের বিশ্বকাপ বাছাই পর্বের খেলা। যাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে তারা হ্যাঁ বা না কিছুই বলেনি। তাই মার্চে বঙ্গবন্ধু গোল্ডকাপ আয়োজন নিয়ে সংশয় আছে।’ এরপর যোগ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সব জানাতে পারব।
কাল কুমিল্লা স্টেডিয়াম দেখে মুগ্ধ বাফুফে সভাপতি। ভবিষ্যতে এই স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনেরও কথা বলেন তিনি। ক্রীড়া প্রতিবেদক


আরো সংবাদ



premium cement