১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

আগে স্পন্সরের নিশ্চয়তা চায় বাফুফে

-

মার্চের প্রথম সপ্তাহে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল আয়োজনের পরিকল্পনা নিয়েছে বাফুফে। গত বছর জানুয়ারিতে অনুষ্ঠিতব্য এই আসরে ছয় দলের অংশগ্রহণ ছিল। তবে এবার কয়টি দলের প্রতিনিধিত্বে টুর্নামেন্টটি হবে তা এখনো চূড়ান্ত করেনি বাফুফে। বা কোন কোন দেশকে জানানো হবে আমন্ত্রণ। বাফুফের জন্য আগে জরুরি টুর্নামেন্টটির স্পন্সর নিশ্চত করা। এই আমন্ত্রণমূলক আসরটি করতে ৫-৬ কোটি টাকা ব্যয় হয়। এই টাকা মার্কেটিং এজেন্টের মাধ্যমে আসে। ‘কে’ স্পোর্টস গত দুই আসরের মার্কেটিং এজেন্ট ছিল। থাকবে আগামীতেও। তবে গত বছর টুর্নামেন্টটি আয়োজনের পরপরই করোনা হানা দেয় সারা বিশ্বে। এর মারাত্মক প্রভাব পড়ে বাংলাদেশেও। ফলে বঙ্গবন্ধু গোল্ড কাপের যে স্পন্সরগুলো ছিল গত বছর তাদের কাছ থেকে বকেয়া কোটি কোটি টাকা আর পায়নি ‘কে’ স্পোর্টস। বাফুফে সূত্রে জানা গেছে তা। তাই এবার পৃষ্ঠপোষকের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারছে না তারা।

 


আরো সংবাদ



premium cement