২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘আওয়াজ একটাই বাংলাদেশ’

-

নেই কোনো নিষেধাজ্ঞা-বিশ্রাম-ছুটি-ইনজুরি। আজ বাংলাদেশ আন্তর্জাতিক ওয়ানডে খেলতে নামছে। অথচ উপরোক্ত কারণগুলো ছাড়াই মাশরাফি বিন মর্তুজা হয়ে আছেন দর্শক। যা দেখা যায়নি গত দুই দশকে। দল থেকে বাদ পড়ার হতাশা থাকা স্বাভাবিক। তবে ব্যক্তিগত খেদ পাশে রেখে দল আর তার উত্তরসূরি তামিম ইকবালকে জানালেন শুভকামনা।
বাংলাদেশের এই সফলতম অধিনায়ক ক্রিকেট থেকে অবসর নেননি। ভবিষ্যতের কথা ভেবে তাকে কাগজে-কলমে-বাস্তবে রাখেননি নির্বাচকেরা। তারপরও উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাবেক এই টাইগার অধিনায়ক লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটে প্রিয় ক্রিকেট দল কাল (আজ) মাঠে নামছে। পুরো দলের প্রতি রইল শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইল স্পেশাল ভালোবাসা এবং দোয়া। সকল চাপকে বুড়ো আঙুল দেখিয়ে সবসময়ের মতো বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -বাংলাদেশ।’


আরো সংবাদ



premium cement