২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মেসির লাল কার্ড ট্রফি বিলবাওয়ের

-

স্প্যানিশ সুপার কাপের ফাইনালে হারলেও দুর্ভাগ্যের সংজ্ঞা গভীরভাবে বুঝতে পেরেছে বার্সেলোনা। জয়ের কাছে পৌঁছেও স্প্যানিশ সুপার কাপ জেতা হয়নি কাতালান ক্লাবটির। রোববার ফাইনালে লিওনেল মেসি ফেরার পরেও অ্যাতলেটিক বিলবাওর কাছে তারা হেরেছে ৩-২ গোলে। শুধু এখানেই শেষ নয়। এই ম্যাচে মেসি থাকবেন কি-না তা নিয়ে ছিল সংশয়। কিন্তু সব সংশয় দূর করে শুরুর একাদশেই মাঠে নামেন আর্জেন্টাইন সুপারস্টার। নিজে গোলের দেখা না পেলেও, দুর্ভাগ্য বার্সা ক্যারিয়ারে প্রথম লাল কার্ডের দেখা পেয়ে বসলেন মেসি! ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডকে যে বার্সা দুই ম্যাচে পাচ্ছে না, তা মোটামুটি নিশ্চিত। তবে শাস্তি দ্বিগুণও হতে পারে, তা নির্ভর করছে সুপার কোপার কমিটি তার অপরাধকে কীভাবে দেখছে, তার ওপর। লা লিগা ও কোপা ডেল রে ম্যাচে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
১২০+১ মিনিটে আসিয়েরকে হাত দিয়ে মাথার পেছনে আঘাত করলে রিভিউ দেখে তাকে লাল কার্ড দেখান রেফারি! যা মেসির বার্সা ক্যারিয়ারের প্রথম লাল কার্ড। এর আগে অবশ্য দু’বার লাল কার্ড দেখলেও সেটি ছিল আর্জেন্টিনার হয়ে। যার প্রথমটি তার আন্তর্জাতিক অভিষেকের সময় ২০০৫ সালে, আরেকটি ২০১৯ সালের কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারণীতে।


আরো সংবাদ



premium cement