২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

এশিয়াডে নজর জহিরের

-

২০১৯ এর কাঠমান্ডু-পোখরা এস এ গেমস। অ্যাথলেটিক্সে বাংলাদেশের স্পটলাইট ছিল জহির রায়হানের ওপর। ২০১৭ এ বিশ্ব যুব অ্যাথলেটিক্স সেমিফাইনালে খেলা জহির ৪০০ মিটারে স্বর্ণ এনে দেবেন এটা ছিল সবার প্রত্যাশা। কিন্তু নেপালের উচ্চতাজনিত কারণে শ্বাসকষ্ট এই স্প্রিন্টারকে পদকের লড়াইয়ে ট্র্র্যাকের বদলে নিয়ে যায় হাসপাতালে। সে কস্ট আজো তাড়িয়ে বেড়াচ্ছে বিকেএসপির সাবেক ছাত্র এবং বর্তমানে নৌবাহিনীর এই অ্যাথলেটকে। এখনো তার স্বপ্ন ৪০০ মিটারে বাংলাদেশকে র্স্ব এনে দেয়া। তবে নিজের লক্ষ্য আরো উঁচুকে নিয়ে গেছেন ২০ বছর বয়সী ক্রীড়াবিদটি। তার টার্গেট এখন এশিয়ান গেমসে পদক জয়। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিজের ৭ম স্বর্ণ জয়ের পর নতুন ভিশনের কথা জানান তিনি। কাল দ্বিতীয় দিনে মহিলাদের ৩০০০ মিটার দৌড়ে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর রিংকী বিশ্বাস। তিনি সময় নেন ১০ মিনিট ৪৩.৩০ সেকেন্ড। ১৭ বছর পর এই রেকর্ড ভাঙলেন তিনি। ২০০৩ সালে আগের রেকর্ড গড়েন হালিমা খাতুন বিথী। ১১ মিনিট ০৮.১৫ সেকেন্ড টাইমিং ছিল তার। করোনার জন্য প্রস্তুতিতে ঘাটতি। সাথে বাতিল হয়ে যাওয়া টার্ফ। এই দুই সীমাবদ্ধতা ডিঙ্গিয়ে ৪৪তম জাতীয় অ্যাথলেটিক্সে জহির তার প্রিয় ৪০০ মিটার স্প্রিন্টে প্রথম হন ৪৭.২০ সেকেন্ডে সময় নিয়ে। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিস্তর ব্যবধানে এগিয়ে ছিলেন। দৌড় শেষে জহির বলেন, ‘আমার এখন লক্ষ্য এস এ গেমসে বাংলাদেশকে স্বর্ণ এনে দেয়ার পাশাপাশি এশিয়ান গেমসের এই ৪০০ মিটারে পদক জেতা।’ এরপর আত্মবিশ্বাসী কণ্ঠ, ‘অবশ্যই আমি ৪৫ সেকেন্ডে দৌড় শেষ করতে পারব। তবে এ জন্য আমাকে বিদেশে ট্রেনিং করার সুযোগ দিতে হবে।’ কাল নিজের সেরা পারফরম্যান্সের চেয়ে দূরে ছিল তার টাইমিং। এজন্য এক মাস ধরে ভোগা হ্যামেস্ট্রিং ইনজুরিকে দায়ী করলেন তিনি। ২০১৭ সালে কেনিয়াতে ৪৬.৮৬ সেকেন্ড ছিল তার সেরা টাইমিং। এই মিটের জন্য ৭ হাজার টাকায় নতুন ট্র্যাক সোয়েট কেনা জহির গত পরশু ৪০০০ মিটার রিলেতে দলকে স্বর্ণ এনে দেন। আজ তিনি দৌড়াবেন ২০০ মিটার এবং ৪০০০ মিটার রিলেতে। কাল পুরুষদের লংজাম্পে স্বর্ন জয় করেন এস এ গেমসে ব্রোঞ্জ জেতা নৌবাহিনীর আল আমিন।


আরো সংবাদ



premium cement