২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শিরিনের ১১ ইসমাইলের ৩

দ্রুততম মানব-মানবী হওয়ার পর শিরিন ও ইসমাইল : সৌজন্য -

জাতীয় অ্যাথলেটিক মিটে এবারো ১০০ মিটার স্প্রিন্টে দাপট বাংলাদেশ নৌবাহিনী। দ্রুততম মানব ও মানবীর দু’টি খেতাব দু’টিই গেছে তাদের ঘরে। ফের দেশের দ্রুততম মানব হয়েছেন মো: ইসমাইল ও মানবী শিরিন আক্তার। ইসমাইল সময় নিয়েছেন ১০.৫৫ সেকেন্ড। এ নিয়ে টানা ৩ বার খেতাব জিতলেন তিনি। অন্য দিকে ১১.৮০ সেকেন্ড সময় নিয়ে টানা ১১ বার দ্রুততম মানবীর মুকুট শিরিন আক্তারের মাথায়। তবে ২০০৫-২০১৩ সাল পর্যন্ত টানা ১৭ বারের দ্রুততম মানবীর খেতাব এখনো রয়ে গেছেন নাজমুন নাহার বিউটির দখলে। ১১.৬০ সেকেন্ডের রেকর্ডটিও রয়েছে অক্ষত।
দ্রুততম মানবের খেতাব জিতলেও তেমন উন্নতি নেই মো: ইসমাইলের। ২০১৯ সালে ১০.২০ সেকেন্ড সময় নিয়ে আলোচিত হলেও গত বছর চট্টগ্রামে জাতীয় মিটে সময় নিয়েছেন ১০.৪০ সেকেন্ড। এবার আরো দূরে ১০.৫৫। ইসমাইল জানালেন, ‘করোনাকালে অনুশীলন করা অনেক বাধা ছিল। আশা করি বাংলাদেশ গেমসে সময় কমাতে পারব। যোগ করেন এস এ গেমসে যারা জিতেছেন তাদের সময় ১০.৫০ সেকেন্ড আর আমি দৌড়েছি ১০.৭০ সেকেন্ডে। বাইরের দেশে দীর্ঘ দিন অনুশীলন করলে আমরাও পারব এটাইমিং করতে। দোষ দিলেন জোড়াতালি দেয়া টার্ফেরও, ‘এখন পুশ করলে রিটার্ন দিচ্ছে না। যে কারণে শক্তিটা চলে যাচ্ছে।’
জাতীয় ও সামার অ্যাথলেটিকসে টানা ১১ বার দ্রুততম মানবীর খেতাব জিতে ট্রাকের রাণী বিউটির দিকেই এগোচ্ছে শিরিন আক্তার। তবে টানা রেকর্ডটি নিজের বলেই দাবি করলেন নৌবাহিনীর এই অ্যাথলেট, ‘এটি বিউটি আপুর রেকর্ড না। আমি নিজেই নিজের রেকর্ড বারবার ভেঙেছি। এর আগে সুফিয়া ও লাভলী আপার ছিল টানা সাত বার। সেটিকে টপকে আমি ১১ বার দ্রুততম মানবীর খেতাব জিতলাম।’
তবে নিজের টাইমিং নিয়ে খুব একটি খুশি নন শিরিন, ‘আমার কোচ আবদুল্লাহ হেল কাফি আরো ভালো টাইমিং আশা করেছিলেন। সামনে বাংলাদেশ গেমস আছে। ওটাতে ইনশাআল্লাহ আরো ভালো টাইমিং করতে চাই।’
টানা সাফল্য পাওয়ার কারণ জানালেন তিনি, ‘কম্পিটিশন না থাকলেও করোনার সময় সেনাবাহিনী এবং নৌবাহিনীতে ভালো অনুশীলন হয়েছে। আমি নিজে অবশ্য অনুশীলন করেছি সাভারের বিকেএসপিতে। আমার সাফল্যের পেছনে নৌবাহিনীর অবদান অনেক। ১০০ মিটারে আমার ইলেকট্রনিক টাইমিং ১১.৯৯ সেকেন্ড। এটা বাংলাদেশেরও রেকর্ড (গৌহাটি এসএ গেমস, ২০১৬)। আমার ইচ্ছা- এই টাইমিংকে অতিক্রম করা।’
প্রতিযোগিতার প্রথম দিনে ৬ স্বর্ণ, ৪ রৌপ্য ও ২ ব্রোঞ্জসহ মোট ১২টি পদক নিয়ে সেনাবাহিনী পদক তালিকার শীর্ষে। ৪ স্বর্ণ, ৮ রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ মোট ১৮ পদক পেয়ে দ্বিতীয় অবস্থানে নৌবাহিনী এবং ১ স্বর্ণ, ২ ব্রোঞ্জ নিয়ে তৃতীয় আনসার।


আরো সংবাদ



premium cement