২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

বোলিংয়ে কাবু করতে চান রোচ

-

টেস্টে বাংলাদেশের বিপক্ষেই সবচেয়ে ভালো রেকর্ড ক্যারিবীয় তারকা কেমার রোচের। ৮ টেস্টে ১৯.৭৮ গড়ে নিয়েছেন ৩৩ উইকেট। তবে বাংলাদেশের মাটিতে তিন টেস্টে ৫৯ গড়ে পেয়েছেন কেবল চার উইকেট। ঢাকা কিংবা চট্টগ্রামে কতটা সংগ্রাম করতে হবে তা ভালো করেই জানেন রোচ। তবে বিশ্বাস করেন, ভালো একটি পরিকল্পনা এবং যথাযথ বাস্তবায়নে পাল্টাতে পারে পরিস্থিতি। বোলিং এবং ফিল্ডিংয়ে বাংলাদেশকে কাবু করতে চান এই পেসার।
২০০৯ সালের মিল খুঁজে পেয়েছেন রোচ। এক যুগের ব্যবধানে আবার বাংলাদেশের মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ। সেবার রোচ ছিলেন তরুণ গতিময় এক পেসার, এখন তিনি টেস্টে ক্যারিবিয়ানদের বড় অস্ত্র। বেতন নিয়ে বোর্ডের সাথে ঝামেলায় ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে দেশের মাটিতে খেলেননি ওয়েস্ট ইন্ডিজের মূল দলের ক্রিকেটাররা। করোনাভাইরাস পরিস্থিতিতে এবার বাংলাদেশে আসেননি গুরুত্বপূর্ণ অনেক খেলোয়াড়। ২০০৯ সালে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারো যে কঠিন পরীক্ষা দিতে হবে তা বেশ ভালোভাবেই অনুভব করছেন রোচ।
৩২ বছর বয়সী এ পেসার আট টেস্টে চেনা এই প্রতিপক্ষের বিপক্ষে নিয়েছেন ৩৩ উইকেট। কেমার রোচ তাই জানেন কিভাবে বাংলাদেশকে ঘায়েল করতে হয়। কোচের সাথে বোলিং-ফিল্ডিং নিয়ে আলাপে তাই নিজের চাহিদার কথা জানিয়ে দিয়েছেন। কোন পরিকল্পনায় বল করতে হবে সেটাও বলেছেন। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরও দিয়েছেন বার্তা। ‘আমার কাভার এবং পয়েন্টে দু’জন ফিল্ডার লাগবে। ডিপ স্কয়ারে কাউকে লাগবে না। বাংলাদেশের মরা উইকেটে বাউন্স দিয়ে লাভ হবে না। ফুলার লেন্থে বল রেখে ব্যাটসম্যানদের শট খেলার লোভ দেখিয়ে সাজঘরে ফেরাতে হবে। আমরা এখানে জিততে এসেছি। বরাবরের মতো আমি বাংলাদেশের বিপক্ষে ভালো বল করার ব্যাপারে আশাবাদী।’
ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের নেতৃত্ব দেবেন কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল এবং আলজারি জোসেপ। স্পিনে থাকবেন রাকিম কর্নওয়াল, জোমেল ওয়ারিকেন। রোচ জানালেন, পেস আক্রমণে তাদের কাজ শুরুতে বাংলাদেশকে যতটা সম্ভব চাপে ফেলা। বাকি কাজটা স্পিনাররাই করবেন। তবে কাজটা সহজ হবে না। তামিম, সাকিব, মুশফিক এবং মাহমুদুল্লাহরা অভিজ্ঞ।’


আরো সংবাদ



premium cement