২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

মুমিনুলের অস্ত্রোপচার দুবাইয়ে

-

ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়ে ছিটকে গেছেন বঙ্গবন্ধু টি-২০ কাপ থেকে। আগামী ৮ ডিসেম্বর বাঁহাতি এই ব্যাটসম্যানের অস্ত্রোপচার দুবাইয়ে হবে বলে জানিয়েছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
শুরুতে মুমিনুলের অস্ত্রোপচার অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডে করার পরিকল্পনা থাকলেও কোয়ারেন্টিন জটিলতায় সেখান থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। দুবাইয়ে কোয়ারেন্টিন নিয়ে জটিলতা না থাকায় মুমিনুলকে সেখানেই পাঠানো হচ্ছে। দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘ওর হাতে যে অস্ত্রোপচার লাগবে, সেটা আগেই জানিয়েছি। আমরা দেখছিলাম ঝামেলাহীনভাবে কোনো দেশে সফর করা যায় কিনা। সব বিবেচনা করে মুমিনুলকে দুবাই পাঠানোর ব্যবস্থা করেছি। এখানে কোয়ারেন্টিনে বাধ্যবাধকতা নেই।’
ইতোমধ্যে ভিসার জন্য আবেদনও করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ৮ ডিসেম্বর বিমানে চড়ার কথা এই টেস্ট অধিনায়কের, ‘মুমিনুল ভিসার জন্য আবেদন করেছে। ভিসা প্রসেসিং থেকে শুরু করে সবকিছু ঠিক থাকলে ৮ ডিসেম্বর অস্ত্রোপচার হবে।


আরো সংবাদ



premium cement