২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ফিরে আসুক বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্মৃতি

-

কাতারের সাথে বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের লড়াই এ পর্যন্ত চারবার। এর দু’টি বঙ্গবন্ধু স্টেডিয়ামে। একটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে। অপরটি কাতারে। লক্ষণীয় বিষয়, মধ্যপ্রাচ্যের এই দেশটির বিপক্ষে যে দু’টি ম্যাচে লাল-সবুজরা লড়াই করেছিলেন, টুঁটি চেপে ধরেছিলেন কাতারিদের। সে দু’টি ম্যাচেরই ভেনু ছিল এখনকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এবং আগের ঢাকা স্টেডিয়ামে। ১৯৭৯ সালে ঢাকা স্টেডিয়ামে এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচটি গোলশূন্যতে শেষ হয়। এরপর গত বছর ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি জামাল ভূঁইয়াদের জন্য স্মরণীয় হয়ে থাকত যদি ৭-৮টি গোলের সুযোগ হাতছাড়া না হতো। এরপর অবশ্য ০-২ গোলে হার। আজ কাতারের রাজধানী দোহার খলিফা স্টেডিয়ামে ফিরে আসুক বঙ্গবন্ধু স্টেডিয়ামের সেই লড়াই।
১৯৭৯ সালের কাতার দল আর বর্তমানের সাথে বিস্তর ফারাক। গত বছর অক্টোবরে লাল-সবুজদের ভালো খেলার নেপথ্য বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠের সুবিধা। আজ বাংলাদেশ সময় রাত ১০টায় এবং কাতার সময় সন্ধ্যা ৭টার ম্যাচে মাঠের উল্টো সুবিধা পাবে কাতারই। এই মাঠেই হবে ২০২২ বিশ্বকাপের ম্যাচ। এমন দ্রুতগতির মাঠে খেলতে অভ্যস্ত নন বাংলাদেশের ফুটবলাররা। যেমনটি ২০১৫ সালে অস্ট্রেলিয়ার পার্থের এনআইবি স্টেডিয়ামের মাঠে পিছলে পড়ছিলেন খেলোয়াড়রা। তাই ফার্স্ট এই মাঠে সমস্যায় পড়তে পারে জেমি ডে বাহিনী। অবশ্য দুই সপ্তাহ ধরে কাতারের অন্য উন্নত মাঠে অনুশীলন করেছেন জামাল-সাদরা। গতকাল তাদের প্র্যাকটিস সেশন ছিল খলিফা স্টেডিয়ামে।
করোনার মধ্যে সবার আগে অনুশীলন শুরু করে কাতার। গত মাসে অস্ট্রিয়ায় ফিফা প্রীতিম্যাচে তারা কোস্টারিকার সাথে ১-১ গোলে ড্র করার পর দক্ষিণ কোরিয়ার কাছে ১-২ গোলে হারে। এশিয়ার সেরা এবং শক্তিশালী এই দেশটির বিপক্ষে আজ বাংলাদেশের লক্ষ্যই থাকবে যত কম গোল হজম করা যায়। সাথে যদি বঙ্গবন্ধু স্টেডিয়ামের স্মৃতি এবং ২০১৮ এর এশিয়ান গেমস এবং ২০১৭ এর এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের সুখস্মৃতি ভর করে তাহলে অন্য ইতিহাস রচিত হবে। এশিয়ান গেমসে বাংলাদেশ ১-০ গোলে হারিয়েছিল কাতারকে। আর অনূর্ধ্ব-১৭ ফুটবলে এই কাতারের মাঠেই ২-০ গোলে জয় ফয়সাল আহমেদ ফাহিমদের।
ফিফা র্যাংকিংয়ে ৫৯ এ আছে কাতার। সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৪তে। বাংলাদেশ দলের অনুপ্রেরণা বিগত ম্যাচগুলো এবং কাতার-ভারত ম্যাচের ফলাফল। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের মাঠে গোল্যশূন্য ড্র করেছিল ভারত। আর ভারতের বিপক্ষে তাদের মাঠে ১-১ এ ড্র করা লাল- সবুজদের। গতকালও করোনা টেস্ট দিতে আসা বাংলাদেশ ডিফেন্ডার তপু বর্মন উল্লেখ করলেন ভারত-বাংলাদেশ এবং কাতার ম্যাচের কথা। উল্লেখ্য ২০০৬ সালে এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ চট্টগ্রামে ৪-১ গোলে এবং কাতারে ০-৩ গোলে হেরেছিল কাতারের কাছে। কাতার স্টেডিয়ামে ২ হাজার দর্শকের অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এতে বাংলাদেশী দর্শকরা হতাশ।

কাতার বনাম বাংলাদেশ
ফিফা র্যাংকিং
কাতার ৫৯ বাংলাদেশ ১৮৪
হেড টু হেড
চার ম্যাচে কাতার ৩ জয় ১ ড্র
১৯৭৯ এশিয়ান কাপ
বাংলাদেশ ০-০ কাতার
২০০৬ এশিয়ান কাপ
বাংলাদেশ ১-৪ কাতার
(আরমান মিয়া)
কাতার ৩-০ বাংলাদেশ
২০১৯ বিশ্বকাপ বাছাই
বাংলাদেশ ০-২ কাতার

 


আরো সংবাদ



premium cement