১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

হেরে খাদের কিনারায় রিয়াল

-

জিতলে নিশ্চিত হতো নক আউট পর্ব। ড্র করলেও সম্ভাবনা থাকত উজ্জ্বল। গত মঙ্গলবার শাখতারের দোনেৎস্কের মাঠে কোনোটিই করতে পারল না রিয়াল মাদ্রিদ। উল্টো ২-০ গোলে হেরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকেই বিদায়ের শঙ্কায় রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নরা। প্রথম লেগেও রিয়ালের মাঠে ৩-২ গোলে জিতেছিল শাখতার। তাও চোট আর অসুস্থতার কারণে শাখতারের দলটি ছিল ভাঙাচোরা। প্রায় একই দল নিয়ে ফিরতি লেগেও চমক দেখাল ইউক্রেনের দলটি। ডেন্টিনহো ও মানোর সোলেমন একটি করে গাল করেন। অন্য দিকে রোমেলু লুকাকুর জোড়া গোলে মনশেনগ্লাডবাখকে ৩-২ গোলে পরাজিত করেছে ইন্টার মিলান। ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন মিউনিখের সাথে। অ্যানফিল্ডে লিভারপুল ১-০ গোলে হারিয়েছে আয়াক্সকে। অলিম্পিকো মার্শেই ২-১ গোলে হারিয়েছে অম্পিয়াকোসকে। পর্তগালের ক্লাব পোর্তো গোলশূন্যে রুখে দিয়েছে ম্যানচেস্টার সিটিকে।
অলিম্পিয়েসকিতে ম্যাচে দাপট দেখিয়েছে রিয়ালই। কিন্তু ছন্দ ছিল না তেমন। প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। দ্বিতীয়ার্ধের রিয়াল অনেক চেষ্টা ও আক্রমণে করলেও শাখতারের জমাট রক্ষণও তাদের কাজ করে তুলেছিল অনেক কঠিন। ৫৭ মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে রিয়াল। কাউন্টার অ্যাটকে গোল খেয়ে বসে জিনেদিন জিদানের দল। সতীর্থের উদ্দেশে কোভালেঙ্কোর বাড়ানো বলে তেমন কোনো হুমকি ছিল না; কিন্তু ডি-বক্সের মুখ থেকে সেই বল ঠেকিয়ে ভারানেকে দিতে গিয়ে ঠিকমতো পারেননি মেন্ডে। ডি-বক্সে বল ধরে নিচু শটে জালে জড়ান ডেন্টিনহো (১-০)। ৮২ মিনিটে পাল্টা আক্রমণে মাঝমাঠ থেকে বল টেনে নিয়ে ডি-বক্সে ঢুকেই জোরালো শটে গোল করেন বদলি নামা ইসরাইলের মিডফিল্ডার মানোর সলোমোন। শেষ পর্যন্ত দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে শাখতার দোনেৎস্ক। এই হারে পয়েন্ট টেবিলে তিন নম্বরে নেমে গেছে রিয়াল।


আরো সংবাদ



premium cement