২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

এসেই বাজিমাত স্বপনের

-

তার মূল পরিচয় ফুটবলার। নিজে একটি ক্লাব চালান। একই সাথে খেলেন গোলরক্ষক পজিশনে। কুমিল্লা জেলা দলের হয়ে অনূর্ধ্ব-১৭ এবং অনূর্ধ্ব-১৯ দলে খেলেছেন। কিন্তু তার গতি নজরে পড়ে ম্যানেজার ইকবাল খন্দকার এবং কোচ আবদুল বারীর। তারাই তাকে উৎসাহ দেন অ্যাথলেট হতে। এরপর ১৫ দিনের অনুশীলন। তাতেই বাজিমাত স্বপন চৌধুরীর। কুমিল্লার এই অ্যাথলেট গতকাল জাতীয় জুনিয়র মিটে অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে ১০০ মিটারে প্রথম হয়েছেন। এই সাফল্য তাকে এতটাই উৎফুল্ল করেছে যে, এখন সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল আর খেলবেন না। হয়ে যাবেন পুরোদস্তুর অ্যাথলেট। এই ডিসিপ্লিন থেকেই খেলতে যাবেন জাতীয় দলে তথা আন্তর্জাতিক মিটে, জানান তিনি। ১১ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন স্বপন। আর মহিলা বিভাগে ১০০ মিটারে সেরা হয়েছেন কুড়িগ্রামের রেখা আক্তার। গতকাল কিশোরী বিভাগে ডিসকাস থ্রোতে নতুন জাতীয় বেকর্ড গড়েছেন নোয়াখালীর বিবি হাজেরা। ২৮.৯৬ মিটার দূরে নিক্ষেপ করেন ডিসকাস। গতকাল শেষ হওয়া বঙ্গবন্ধু জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে সাত স্বর্ণ, এক রৌপ্য এবং চার ব্রোঞ্জ জিতে চ্যাম্পিয়ন হয়েছে যশোর জেলা।

 


আরো সংবাদ



premium cement