২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

শেষ ষোলোতে বার্সেলোনা-জুভেন্টাস

-

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করতে বার্সেলোনা ও জুভেন্টাসের প্রয়োজন ছিল একটি জয়। সেই সুযোগ হাতছাড়া করেনি কেউ। বুধবার রাত ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোলো নিশ্চিত করেছে বার্সেলোনা। এই নিয়ে টানা ১৭ বার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করেছে কাতালান ক্লাবটি। অপর দিকে জুভেন্টাস অ্যালভারো মোরাতার শেষ মুহূর্তের গোলে হাঙ্গেরিয়ান ক্লাব ফেরেন্সভারোসকে হারিয়েছে ২-১ গোলে। একটি গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের জোড়া গোলে ম্যানচেস্টার ইউনাইটেড ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তুরস্কের ক্লাব ইস্তাম্বুল বাসাকসেহিরকে। নেইমারের পেনাল্টিতে জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই। আরবি লাইপজিগকে ১-০ গোলে পরাজিত করেছে টমাস টুখেলের শিষ্যরা। সিরো ইমোবিলের জোড়া গোলে ইতালিয়ান ক্লাব লাৎসিও ৩-১ গোলে হারিয়েছে রাশিয়ান ক্লাব জেনিতকে। ফরাসি ক্লাব রেনসকে ২-১ গোলে হারিয়ে নক আউটপর্ব নিশ্চিত করেছে চেলসি। সেভিয়া ২-১ গোল জয় তুলে নিয়েছে রাশিয়ান ক্লাব ক্রাসনোদারের বিপক্ষে।
প্রতিপক্ষের মাঠে লিওনেল মেসি না থাকায় ম্যাচের প্রথমার্ধে তার অভাবটা টের পায় বার্সা। বল দখলে এগিয়ে থাকলেও ভালো সুযোগ সৃষ্টি করতে পারছিল না কাতালানরা। দ্বিতীয়ার্ধে আসে কাক্সিক্ষত সেই সুযোগ। ৫২ মিনিটে মার্টিন ব্র্যাথওয়েটের বাড়ানো বলে লক্ষ্যভেদ করেছেন ডাচ বংশোদ্ভূত আমেরিকান ডিফেন্ডার সার্জিনো ডেস্ট। অবশ্য এই গোল করে ইতিহাসও গড়েছেন তিনি। বার্সেলোনার হয়ে যুক্তরাষ্ট্রের কেউ গোল করেছে প্রথমবার। এক মিনিট বাদে ব্যবধান বাড়িয়েছেন ব্র্যাথওয়েট। তৃতীয় গোলটিও আসে ব্র্যাথওয়েটের সৌজন্যে। ৭০ মিনিটে তাকে ফাউল করার সুবাদে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে বার্সার জয় সুনিশ্চিত করতে কোনো ভুল করেননি এই ফরোয়ার্ড। বদলি হয়ে নেমে আঁতোয়া গ্রিজম্যান যোগ করা সময়ে গোল করে স্কোর লাইন করেছেন ৪-০।
জুভেন্টাসের জয়ের নায়ক রোনালদো ও মোরাতা। প্রথমে পিছিয়ে পড়েছিল ইতালিয়ান ক্লাবটি।

 


আরো সংবাদ



premium cement