২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আজ শুরু বঙ্গবন্ধু টি-২০ কাপ

-

পাঁচ দলের বঙ্গবন্ধু টি-২০ কাপের পর্দা উঠছে আজ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উদ্বোধনী দিনে বেলা দেড়টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে সাড়ে ৬টায় লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। বাংলাদেশ টেলিভিশন এবং টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আসরে শুধু স্থানীয় খেলোয়াড়রাই খেলতে পারবেন। ১৫৭ জন ঘরোয়া খেলোয়াড়কে ড্রাফটে রাখা হয়েছিল। সেখান থেকে বেক্সিমকো ঢাকা, জেমকন খুলনা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, গাজী গ্রুপ চট্টগ্রাম এবং ফরচুন বরিশাল তাদের ঘর সাজিয়েছে। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, ‘নিজেদের প্রতিভা প্রদর্শনে বঙ্গবন্ধু টি-২০ কাপ স্থানীয় খেলোয়াড়দের জন্য বড় একটি প্লাটফর্ম। টিম ম্যানেজমেন্ট অবশ্যই আরো কিছু খেলোয়াড়কে খুঁজে পাবে, যারা জাতীয় দলে কিছু জায়গা পূরণ করবে। নিজেদের প্রমাণের ভালো সুযোগ পেয়েছে তরুণ ক্রিকেটাররা।’
ম্যাচের আগে ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম ও রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, সকল ভীতি কাটিয়ে মাঠের খেলায় মনোযোগ দিতে চান তারা। গতকাল মিরপুরে শেষবারের মতো নিজেদের প্রস্তুত করে নিয়েছে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহী।
কাগজে কলমে রাজশাহীর চেয়ে বেক্সিমকো ঢাকার দল বেশি শক্তিশালী। ব্যাটিং-বোলিং দুই দিকেই রয়েছেন জাতীয় দলের খেলা তারকারা। অধিনায়ক মুশফিক জানান, ‘নাম দিয়ে শক্তিমত্তা বিচার করা যাবে না। মাঠে পারফর্ম করতে হবে। যারা কম ভুল করবে তারাই রেজাল্ট করবে। এখন মাঠের কাজটা মাঠে করতে হবে।’
অন্য দিকে শক্তির বিচারে ঢাকার চেয়ে পিছিয়ে আছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলে নেই ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের গত রোববার অনুশীলনে পা মচকে গেছে। ডাক্তার এক সপ্তাহের বিশ্রাম দিয়েছেন। তিনি ছাড়া দলে রয়েছেন মোহাম্মদ আশরাফুল, এবাদত হোসেনের মতো কিছু পারফরমার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানান, ‘বোলারদের পরিকল্পনায় আছে মুশফিক ভাইকে আগে আউট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে। সবাই সবার জায়গা থেকে প্রস্তুত। মনে হয় না খুব বেশি প্রভাব পড়বে।’
খেলোয়াড়, কর্মকর্তা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপদ জোনে রাখার জন্য জৈব-সুরক্ষা পরিবেশে রয়েছে। বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘টি-২০ টুর্নামেন্টটি বিসিবি প্রেসিডেন্টস কাপের ফলোআপ টুর্নামেন্ট। সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ আছে। তাই এই টুর্নামেন্টটি পরিবেশের সাথে মানিয়ে নিতে সহায়তা করবে।’


আরো সংবাদ



premium cement