১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

২২ গজে সাকিবের দ্বিতীয় যাত্রা

-

নিষেধাজ্ঞা-ফেরা-অনুশীলন-প্রস্তুতিপর্বের পর বঙ্গবন্ধু টি-২০ কাপ শুরুর দিনে আজ ময়দানি লড়াইয়ে ফিরছেন সাকিব আল হাসান। এক বছরের নিষেধাজ্ঞা শেষেও গত কিছুদিন সাকিব নিয়মিত খবরের জন্ম দিয়েছেন মাঠের বাইরের নানা বিতর্কে। এবার তার সামনে চ্যালেঞ্জ ২২ গজের পারফরম্যান্স। দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের চোখে দিনটি সাকিবের জন্য তো বটেই, দেশের ক্রিকেটের জন্যও গুরুত্বপূর্ণ দিন।
উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ তামিমের ফরচুন বরিশাল। গত ১৫-১৬ বছর ধরে তিনি কাছ থেকে দেখে আসছেন সাকিবকে। তামিমের বিশ্বাস, ফেরার পর সাকিব নিজেকে তুলে নেবেন আরো উঁচুতে। ‘আমি নিশ্চিত, ওর জন্য এটি অনেক বড় দিন। এক বছর পর মাঠে ফিরছে। ওর জন্য বড় দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্যও একটি গুরুত্বপূর্ণ দিন। আমি নিশ্চিত ওর ভক্তরা ওকে দেখার জন্য মুখিয়ে থাকবে। আমি খুশি যে ও ফিরছে।’
জেমকন খুলনা সাকিবকে দলে নিয়েছে নিজেদের প্রথম ডাকেই। তার কাছে দলের প্রত্যাশাও আকাশচুম্বী। তার দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের বিশ্বাস, লম্বা বিরতিতেও সাকিবের ক্রিকেটে কোনো জড়তা তার চোখে পড়ছে না। ‘আমরা সবাই জানি সাকিবের গুরুত্ব কতটুকু। সেটা হোক আন্তর্জাতিক কিংবা ঘরোয়া। অবশ্যই আমরা সবাই খুশি ও ফিরেছে এবং আমাদের দলেই খেলছে। বিশ্বাস করি ওর পারফরম্যান্সের ক্ষেত্রে কোনো প্রশ্ন থাকবে না। প্রথম ম্যাচেই নিজেকে মেলে ধরতে পারবে।’
সাকিবের ফেরাকে আরো বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখছেন মুশফিক। বেক্সিমকো ঢাকার অধিনায়কের মতে, ‘সাকিবের ফেরা এটা অবশ্যই বড় একটা বিষয়। আমার মনে হয় পুরো বিশ্ব ক্রিকেটই অপেক্ষা করছে। সে এক নম্বর অলরাউন্ডার, আমাদের শীর্ষ ক্রিকেটার। পুরো টুর্নামেন্টের জন্যই এটা বড় একটা পাওয়া। তার সাথে এবং বিপক্ষে তরুণ যারা খেলবে, তারা অনেক কিছু শিখতে পারবে। এবার কোনো বিদেশী খেলোয়াড় নেই, তাই স্থানীয় ক্রিকেটারদের জন্য এটা ভালো সুযোগ তার সাথে অনেক কিছু ভাগাভাগি করার এবং অনেক কিছু শেখার।’

 


আরো সংবাদ



premium cement