২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

‘ওয়েলকাম ব্যাক সুপারম্যান’

-

এক বছর পর বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বিষাদের ছায়া শেষ হলো। নিষেধাজ্ঞা কাটিয়ে পুরোপুরি মুক্ত সাকিব আল হাসান। অপেক্ষায় রয়েছেন সতীর্থরা কখন সাকিবের সাথে আবার দেখা হবে, প্র্যাকটিস হবে, খেলা হবে, ড্রেসিংরুম শেয়ার করবেন। মুশফিকুর রহীম, তামিম ইকবাল, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সৌম্য সরকারসহ অনেক ক্রিকেটার অভিনন্দন জানিয়েছেন সাকিবকে। বলেছেন ‘ওয়েলকাম ব্যাক ভাই’, ‘ওয়েলকাম ব্যাক সুপারম্যান’, ‘দ্য বস ইজ ব্যাক’, ‘ওয়েলকাম ব্যাক মিস্টার ৭৫’। সতীর্থ ছাড়াও ইমরুল কায়েসের ব্যবসায়িক পার্টনার সাকিব। এই অলরাউন্ডারকে নিয়ে আঞ্চলিক ভাষায় ইমরুল লিখেছেন, ‘এবার আইয়া পড়ো...।’
মুশফিকুর রহীম এখনই ম্যাচ জেতানো জুটি গড়ার স্বপ্ন দেখছেন সাকিবকে নিয়ে। ‘তরুণ বয়সে আমরা একসাথে ক্যারিয়ার শুরু করি। আমাদেরকে কখনোই পেছন ফিরে তাকাতে হয়নি। গত বছর যখন জানতে পারি যে এক বছর আমরা একসাথে ড্রেসিংরুম শেয়ার করতে পারব না, এটা ছিল আমাদের সবার জন্য বিশাল একটা ধাক্কা। মুখিয়ে আছি তার সাথে কখন জুটি বাঁধব।’
বিকেএসপিও তাদের প্রত্যাশার কথা জানিয়েছে, ‘ইনশাআল্লাহ, নবাব আবার শাসন করবে বিশ্ব ক্রিকেট। আবার ক্রিকেটে ফিরলেন ক্রিকেটের নায়ক সাকিব। ওয়েলকাম ব্যাক সুপারম্যান।’
সৌম্য, রুবেল, তাসকিন, মোস্তাফিজ জানালেন, ‘সাকিব ভাইয়ের ফেরার খবরে খুবই ভালো লাগছে। সবাই খুব রোমাঞ্চিত। গত এক বছরে সাকিব ভাইকে অনেক মিস করেছি। জাতীয় দলে ঢোকার পর থেকে সাকিব ভাইয়ের সাথে খেলে আসছি।’
স্পিনার মেহেদী হাসান মিরাজ জানালেন, ‘স্বাগতম, সাকিব ভাই! আপনার মতো জীবন্ত একজন কিংবদন্তির সাথে ড্রেসিংরুম ভাগ করে নেয়া সত্যিই দুর্দান্ত সুযোগ। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং এখনো অনেক বাকি। বাঘের মতো গর্জন দেখার অপেক্ষায়।’ টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হাসান শান্ত বলেছেন, ‘আমি বিশ্বাস করি সাকিব ভাইকে আগের মতো করেই দেখব। উনি দলে থাকা মানে আমাদের শক্তি বেড়ে যাওয়া, হোক সেটা যেকোনো ফরম্যাটেই।’

 


আরো সংবাদ



premium cement