২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

‘আমার মতো ভুল যেন কেউ না করে’

-

নিষেধাজ্ঞার এক বছর পার করা সাকিবের প্রত্যাবর্তন উপলক্ষে গত মঙ্গলবার রাতে নিউ ইয়র্কের বিনোদন সংস্থা শোটাইম মিউজিকের শুভেচ্ছা বিনিময় সমাবেশে সবার কাছে দোয়া চাইলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই সাথে তার মতো একই ভুল যেন কেউ না করে সে ব্যাপারেও সাবধান করে দিলেন। ‘বিসিবির নির্দেশ অনুযায়ী মাঠে নামব। বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক অঙ্গনে আরো উজ্জ্বল করার চেষ্টা করব। যতটা সম্ভব সেরা খেলা উপহার দিয়ে যাবো। সবার কাছে একটাই অনুরোধ থাকবে আমার মতো ভুল যেন কেউ না করে।’ একটি বছর সাকিবের কিভাবে কেটেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবারকে সময় দিয়েছি। আপনারা জানেন প্রথম সন্তানকে সময় দিতে পারিনি। দ্বিতীয় সন্তান সেটা পেয়েছে। বেবি সিটিং করেছি। আর অবশ্যই ক্রিকেটকে মিস করেছি। আগামী বছর টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনার কথা জানতে চাইলে সাকিব বলেন, বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কি না, এটা তো বলা মুশকিল। কিন্তু দলের তো ইচ্ছা থাকবেই। যেন আমরা ভালো ফল করতে পারি ও বাংলাদেশকে গর্ব এনে দিতে পারি।


আরো সংবাদ



premium cement