২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

নাটকীয় ড্র রিয়াল মাদ্রিদের

-

কয়েক দিন আগেই তাদের এল ক্লাসিকো বাধা টপকানো। বার্সেলোনাকে ৩-১ গোলে উড়িয়ে দেয়া অ্যাওয়ে ম্যাচে। সেই রিয়াল মাদ্রিদকে গত পরশু বুরুশিয়া পার্কে চেনাই যাচ্ছিল না। জার্মানির ক্লাব বুরুশিয়া মনচেনগ্লাশবাথের কাছে হারতে হারতে বেঁচে যাওয়া জিদান শিষ্যদের। শেষ সময়ের জোড়া গোলই তাদের ড্র নিয়ে স্পেনে ফিরতে সাহায্য করে। ২-২-এ ম্যাচটি ড্র হওয়ায় অবশ্য রিয়াল মাদ্রিদ সুবিধাজনক অবস্থানে দুই অ্যাওয়ে গোলের কল্যাণে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নদের হার এডানো ড্রটা ৮৭ মিনিটে করিম বেনজেমা এবং ইনজুরি টাইমে কাসেমিরোর গোলের ওপর ভর করে।
মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটিতে মার্কাস থুরামের জোড়া গোলে ৫৮ মিনিটে ২-০ তে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। অথচ আক্রমণ আর বল দখলে প্রতিপক্ষ থেকে বেশ এগিয়েই ছিল রিয়াল; কিন্তু ভালো কয়েকটি সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি। বার্সেলোনাকে হারানো একাদশের ওপরই আস্থা রাখেন কোচ। এর মধ্যেই ম্যাচের ৩৩ মিনিটে এক গোল হজম করে বসে জিদানের দল। ডি-বক্সে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান ফরাসি ফরোয়ার্ড থুরাম। দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে তার গেলেই ফের গোল উল্লাস ক্লাব সংশ্লিষ্টদের আলেসান প্লার নিচু শট ঝাঁপিয়ে ঠেকালেও ধরে রাখতে পারেননি গোলরক্ষক থিবো কোর্তোয়া। সেই বল আনুষ্ঠানিকতা সারেন থুরাম।
দুই গোলে পিছিয়ে পড়ে যেন দিশেহারা হয়ে পড়ে রিয়াল। কোর্তোয়ার কয়েকটি সেভ আর ভাগ্য বাঁচিয়ে দেয় তাদের, যা ব্যবধান আরো বাড়াতে দেয়নি স্বাগতিকদের। সবাই যখন রিয়ালের হার দেখার অপেক্ষায় তখনই আশার সঞ্চার করেন বেনজেমা। ৮৭তম মিনিটে কাসেমিরোর হেড থেকে অনেকটা বাইসাইকেল কিকের ভঙ্গিমায় ব্যবধান কমান ফরাসি ফরোয়ার্ড। এরপর ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে গোল পেয়ে যান কাসেমিরো নিজেই।
মস্কোতে অনুষ্ঠিত ম্যাচে বায়ার্ন মিউনিখ ২-১ গোলে হারিয়েছে লেকোমেটিভ মস্কোকে। অন্য ম্যাচে ইন্টার মিলানের সাথে গোলশূন্য ড্র করেছে শাখতার দোনেৎস্ক। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। মনচেনগ্লাশবাথ ও ইন্টারের দুই দলেরই পয়েন্ট সমান ২।

এক নজরে ফলাফল
লেকোমেটিভ মস্কো ১:২ বায়ার্ন মিউনিখ
অ্যাথলেটিকো মাদ্রিদ ৩:২ রেড বুল
মনচেনগ্লাডবাচ ২:২ রিয়াল মাদ্রিদ
এফসি পোর্তো ২:০ অলিম্পিয়াকস
মার্শেই ০-৩ ম্যানচেস্টার সিটি
আটলান্টা ২-২ আয়াক্স
লিভারপুল ২-০ মিডজিল্যান্ড

 


আরো সংবাদ



premium cement