২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সাইফে বেলজিয়ামের কোচ পল পুট?

-

গত কয়েক দিন ধরেই বিদেশী কোচের সন্ধান চালাচ্ছিল সাইফ স্পোর্টিং। তা ক্রোয়েশিয়ান ড্রাগো মামিচের বিকল্প হিসেবে। শেষ পর্যন্ত বেলজিয়ামের পল পুটই হতে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। নভেম্বরের প্রথম সপ্তাহে তার সাথে চুক্তি হতে যাচ্ছে ক্লাবটির। জানান ক্লাবের এম ডি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন চৌধুরী। তার মতে, আরো দুই ইংলিশ কোচের সাথে কথা চলছিল। তবে এখন পর্যন্ত পল পুটই এগিয়ে আনে রেসে। তিনি আমাদের ক্লাব সম্পর্কে ১ হাজার পৃষ্ঠার বিশ্লেষন জমা দিয়েছেন। সে সাথে প্রত্যেক খেলোয়াড় সম্পর্কে তার বিশ্লেষণ আছে। এটাই আমাদেরকে মুগ্ধ করেছে। সব ঠিক থাকলে নভেম্বরের প্রথম দিকে বাংলাদেশে এসে চুক্তি করবেন তিনি।’ উল্লেখ্য বাংলাদেশকে হারানো ভুটানের কোচ ট্রেভর মরগ্যানও ছিল সাইফের কোচ হওয়ার দৌড়ে।
সাইফের দায়িত্ব নিতে বাংলাদেশে আসাটা প্রথম হবে না পল পুটের। ২০১৫ সালে তিনি বাংলাদেশে এসেছিলেন। সেবার তিনি জর্দান জাতীয় দলের কোচ ছিলেন। বিশ্বকাপ বাছাই পর্বের সে ম্যাচে বাংলাদেশ তিন-চারটি গোলের চান্স মিস করে শেষ পর্যন্ত ০-৪ গোলে হার মানে মধ্য প্রাচ্যের দেশটির কাছে। জর্দান ছাড়াও আফ্রিকান দেশ গিনি, বুরকিনা ফাসো, কেনিয়া এবং গাম্বিয়ার কোচ ছিলেন এই পল পুট। তবে আছে নিষিদ্ধ হওয়ার কু-কীর্তিও। বেলজিয়াম, জর্ডান এবং গিনি ফুটবল ফেডারেশন তাকে নিষিদ্ধ করেছিল দফায় দফায়। গিনির নিষেধাজ্ঞা ছিল আজীবন।

 


আরো সংবাদ



premium cement