২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

আজ মুক্ত হচ্ছেন সাকিব

-

সাকিব আল হাসানের ওপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ। ফলে এক বছর পর আগামীকাল ২৯ অক্টোবর থেকে ফের মাঠে ফেরার সুযোগ পাচ্ছেন তিনি। আগামীকাল বৃহস্পতিবার থেকে নির্দ্বিধায় যেকোনো ধরনের ক্রিকেটে অংশগ্রহণ করতে পারবেন সাকিব। নভেম্বরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করবে টি-২০ ক্রিকেট। সেই টুর্নামেন্ট দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে প্রস্তুত সাকিব।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন আইন লঙ্ঘন করেছিলেন সাকিব। তিনটি অভিযোগ স্বীকার করার পর গত বছর সাকিবকে দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করা হয়। তিনটি অভিযোগ হলোÑ ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করা, ২০১৮ সালে জানুয়ারিতে ত্রিদেশীয় সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের পুরো বিবরণ প্রকাশ না করা এবং ২০১৮ সালের ২৬ এপ্রিল আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচে ফিক্সিংয়ের জন্য যে আমন্ত্রণ পেয়েছিলেন সেই তথ্যও গোপন করা।
আইসিসির কোড অব কন্ডাক্টের অধীনে সব অভিযোগ মেনে নিয়েছিলেন সাকিব। দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পরিবর্তে আইসিসির কাছে নিজের ভুল স্বীকার করে নেন। আইসিসি এর আগে বলেছিল, অনুমোদনের স্থগিতাদেশের শর্ত পূরণ করে ২০২০ সালের ২৯ অক্টোবর থেকে আবার আন্তর্জাতিক ক্রিকেট শুরু করতে পারবেন সাকিব। তথ্য গোপনে নিজের ব্যর্থতা স্বীকার করে সাকিব বলেছিলেন, ‘আমি যে খেলাটি পছন্দ করি, সেখানে নিষিদ্ধ হওয়ার কারণে আমি দুঃখিত, আমি আমার নিষেধাজ্ঞাকে পুরোপুরি মেনে নিয়েছি।’
আগামী নভেম্বরের মাঝামাঝি টি-২০ টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। আসর দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দেশের সেরা অলরাউন্ডার সাকিব অংশ নিলে টুর্নামেন্টটি নতুন মাত্রা পাবে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘আমরা ইতোমধ্যে সাকিবের সাথে কথা বলেছি, সে টুর্নামেন্টে খেলবে। টুর্নামেন্ট শুরুর আগেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরবে সে।’


আরো সংবাদ



premium cement