২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নতুনদের নিয়ে আশা বিসিবির

-

রোববার শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপ। কোভিড-১৯ এর কারণে যখন দীর্ঘ সময় বাংলাদেশের ক্রিকেটাররা খেলা থেকে দূরে, মেলেনি কোনো আন্তর্জাতিক সফরও, তখন বিসিবি এই টুর্নামেন্ট পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করে। কিন্তু এই টুর্নামেন্ট থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেয়েছে কী? আশার দিক ও হতাশার দিক, দুই মিলেই এক হয়। এই টুর্নামেন্টেও সেই আশা-হতাশা দুটোই ছিল। তামিম ইকবাল, সৌম্য সরকার ও সাব্বির রহমানরা যখন একে একে ব্যর্থ, সেখানে বাংলাদেশ ক্রিকেট দেখেছে নতুন কয়েকজন প্রতিভাবান ক্রিকেটারের দক্ষতা। অভিজ্ঞ মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদদের সাথে টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান ইরফান শুক্কুর উঠে আসা তাও তো চক্ষু শীতল হওয়ার কথা বাংলাদেশ ক্রিকেটের। মুশফিক যেখানে ৫ ইনিংসে সর্বোচ্চ ২১৯ রান সংগ্রহ করেছেন গড় ৪৩.৮০ ও ৬৮.০১ স্ট্রাইক রেটে। সে মাঠে ইরফান মুশফিক থেকে ৫ রান কম করলেও তার গড় ৭১.৩৩ ও ৮৮.০৬ স্ট্রাইক রেট ছিল নজর কাড়া। রুবেল হোসেন-মোহাম্মদ সাইফুদ্দিনদের সাথে সুমন খানের আলোচনা তাও কম কী? হালকা-পাতলা সুইং আর অপস্ট্যাম্পের ধার ঘেঁষে বোলিং করে ফাইনালে মধ্যমণি হয়েছেন মানিকগঞ্জের সুমনই। শান্ত একাদশে স্ট্যান্ডবাই থেকে মাহমুদুল্লাহ একাদশের হয়ে মাঠে নেমে ৫ উইকেট নিয়ে, জানান দিয়ে রেখেছেন তার স্থান মাঠেই। শান্তর নেতৃত্ব আর তাসকিনের ফেরা। মেহেদি হাসানের অলরাউন্ডার পারফরম্যান্স, তৌহিদ হৃদয়ের প্রতিভা দেখে হাততালি দিয়েছেন অনেকেই। আর মধ্যে একজন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই।
বিসিবি সভাপতি বলেছেন, ‘ইতিবাচক বিষয় হলো দক্ষতা দেখানোর জন্য খেলোয়াড়দের একটি প্লাটফর্ম দিয়েছে টুর্নামেন্টটি এবং কিছু খেলোয়াড় খুবই ভালোভাবে তা কাজে লাগিয়েছে। তাই আমরা কিছু নতুন খেলোয়াড় পেয়েছি। যাদের প্রতিভা আছে এবং যা ভবিষ্যতে আরো ভালো করতে পারবে।’
রোববার ফাইনাল শেষে বিসিবি বস আরো বলেন, ‘নিয়মিত খেলোয়াড়দের কাছ থেকে রান আশা করেছিলাম, কিন্তু তারা পারেনি। যাই হোক, মুশফিক ভালো করেছে। শেষ ম্যাচে লিটন রান করেছে। তাসকিন ফিরে এসেছে, রুবেলের জন্য দারুণ একটি টুর্নামেন্ট ছিল। শুধু তা-ই নয়, আমরা সুমন খানের মতো বোলার পেয়েছি। ব্যাটিংয়ে ইরফান শুক্কুর ধারাবাহিকভাবে রান করেছে। প্রতিটি ম্যাচেই চাপের মধ্যে ব্যাট করতে এসে পারফর্ম করেছে সে। আরেক ছেলে, তৌহিদ হৃদয় তার প্রতিভা প্রদর্শন করেছে। অলরাউন্ডার মেহেদি হাসানের ভালো সম্ভাবনা রয়েছে।’

 


আরো সংবাদ



premium cement