২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

আজ নামছে বায়ার্ন, রিয়াল, ম্যানসিটি

-

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ আট ম্যাচে মাঠে নামছে ১৬টি দল। এ গ্রুপের ম্যাচে রাত ১১টা ৫৫ মিনিটে লোকোমোটিভ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে আতিথেয়তা দিবে রাশিয়ান ক্লাব লোকোমাটিভ মস্কো। প্রথম ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে খোশ মেজাজে রয়েছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা। একই সময়ে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ককে মোকাবেলা করবে ইন্টার মিলান। এনএসসি অলিম্পিয়স্কিতে ইন্টারের আপ্যায়ন করবে বি গ্রুপে প্রথম ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানো শাখতার। এই দুই ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচ শুরু হবে রাত ২টায়। ঘরের মাঠ স্তাদে ভেলোদরোমে মার্সেই খেলবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে। প্রথম ম্যাচে অলিম্পিয়াকোসের বিপক্ষে ১-০ গোলে হারে লিগ ওয়ানের দল মার্সেই। অন্য দিকে প্রথম ম্যাচে পোর্তোকে ৩-১ গোলে পরাজিত করে ফুরফুরে মেজাজে রয়েছে ম্যানসিটি। তবে এই ম্যাচে ইনজুরির কারণে সিটিজেনরা পাচ্ছে না দলের অন্যতম স্ট্রাইকার সার্জিও অ্যাগুয়েরোকে। নিজেদের মাঠে মনশেনগ্লাডবাখ খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে। প্রথম ম্যাচে শাখতারের কাছে ১-০ তে হারের পর বরুসিয়া পার্কে জয়ের জন্যই গিয়েছে জিনেদিন জিদানের দল। টানা দুই হারের পর এল ক্লাসিকো জিতে মোক্ষম সময়ে নিজেদের ছন্দে ফিরিয়েছে লস ব্লাঙ্কোস। প্রথম ম্যাচ ড্র করার পর এস্তাদিও ওয়ান্দা মেট্রোপলিটনে অ্যাতলেটিকো মাদ্রিদের অতিথি হবে আরবি সালসবার্গ। প্রথম ম্যাচে ম্যানসিটির কাছে পরাজিত হওয়া পোর্তো নিজের মাঠে অলিম্পিয়াকোসের বিপক্ষে নামবে আজ। অ্যানফিল্ডে লিভারপুল নামবে মিডটিলিজ্যান্ডের বিপক্ষে। আর আটালান্টার প্রতিপক্ষ আয়াক্স।

 


আরো সংবাদ



premium cement