২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

৭-৮ হাজার দর্শককে অনুমতির চেষ্টা?

-

বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতিম্যাচ নিয়ে গতকাল আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে মূলত জানানো এই ম্যাচ সম্পর্কে। সে সাথে তাদের দায়িত্ববোধও অবহিত করা। এ দিকে এই ম্যাচকে ঘিরে বাফুফে চাচ্ছে কমপক্ষে সাত হাজার থেকে আট হাজার দর্শককে খেলা দু’টি দেখতে দেয়ার চেষ্টা করছে বাফুফে। ফিফার নিয়মানুযায়ী করোনার এই পরিস্থিতিতে গ্যালারিপূর্ণ দর্শক বা একেবারে খালি গ্যালারি অথবা কিছুসংখ্যক দর্শক উপস্থিতিতে হতে পারে ম্যাচ। বাফুফে এখন শেষ বিকল্পই অনুসরণ করার চেষ্টা করছে। বাফুফে সেক্রেটারি জানান, বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শক ধারণ ক্ষমতা ২৬ হাজারের মতো। আমরা এর এক-তৃতীয়াংশ দর্শককে ম্যাচ দু’টি দেখানোর চেষ্টা করছি। সামাজিক দূরত্ব মেনেই চেয়ারবিহীন গ্যালারিতে স্থান নির্দিষ্ট করে ফুটবলপ্রেমীদের বসার ব্যবস্থা করা হবে।
এ দিকে নেপাল দল ৫ ও ৭ নভেম্বর যে তারিখেই ঢাকায় আসুক না কেন তাদের ৪-৫ দিনের মধ্যে কোভিড-১৯ প্রটোকল সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে বাফুফে; যাতে দলটি অনুশীলন করতে পারে। একই সাথে বাংলাদেশ দলের ইংলিশ কোচদের জন্যও এই নিয়ম অনুসরণের চেষ্টা চলছে। বাফুফে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সঙ্কেতের অপেক্ষায়।
এদিকে বাংলাদেশ দলে এখন পর্যন্ত কোনো ফুটবলার করোনা আক্রান্ত হননি। গতকাল ক্যাম্পে যোগ দেন মামুন।


আরো সংবাদ



premium cement