২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মাহমুদুল্লাহ-শান্তর শিরোপা লড়াই আজ

-

বিসিবি প্রেসিডেন্টস কাপে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ একাদশ বনাম নাজমুল হোসেন শান্ত একাদশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। ফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ মাহমুদুল্লার দলকে দুবার হারিয়েছে শান্তর দল। সে হিসেবে শান্ত চাইবে হ্যাটট্রিক জয় এবং মাহমুদুল্লাহ চাইবে মাত্র একটি জয়।
মাহমুদুল্লাহ একাদশের গ্রুপ পর্বটা ভালো যায়নি। ৪ ম্যাচে মোটে দুই জয়। রান রেটেও ছিল তলানির দিকে। ফাইনালে উঠার শেষ ম্যাচে শান্তর কাছে ও তামিম হার মানলে কপাল খুলে মাহমুদুল্লাহ। টুর্নামেন্টের ফাইনাল খেলতে পেরে উচ্ছ্বসিত রিয়াদ। ‘আলহামদুলিল্লাহ সৌভাগ্যক্রমে আমরা ফাইনাল খেলছি। সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল খেলতে পারি।’
প্রেসিডেন্টস কাপে তার দল চ্যাম্পিয়ন হবে কি হবে না? তা জানাবে সময়। তবে যেকোনো হিসেব ও সমীকরণে নাজমুল শান্তর দলই ফাইনালে ফেবারিট। এবারের আসরে সবচেয়ে ভালো ক্রিকেট খেলেছে তার দল। দুই সিনিয়র পার্টনার তামিম ইকবাল আর মাহমুদুল্লাহ রিয়াদের দলের বিপক্ষে তার বাহিনী রবিন লিগের চার ম্যাচে সর্বাধিক তিন ম্যাচ জিতেছে। ফাইনালে উঠা নিয়ে শান্তর জবাব, ‘অবশ্যই ভালো লাগছে এ রকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে। সবাই অনেক উপভোগ করেছি। আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে।’ নিজ দলের পারফরম্যান্সে সন্তুষ্ট শান্ত। সিনিয়র পার্টনার মুশফিকুর রহীম, তরুণ আফিফ হোসেন, পাশাপাশি তৌহিদ হৃদয় আর ইরফান শুক্কুরের পারফরম্যান্সের পাশাপাশি বোলার তাসকিন, আল আমিন, নাইম ও নাসুমদেরও প্রশংসা করলেন তিনি।

 


আরো সংবাদ



premium cement
ফুটেছে কৃষ্ণচূড়া- জেগেছে রাঙা মঞ্জুরি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস চক্রের ৫ জন গ্রেফতার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দাবিতে উত্তরের ১২ উপজেলায় মানববন্ধন, সমাবেশ প্রতিটি সংসদীয় এলাকায় ‘এমপিরাজ’ তৈরি হয়েছে : রিজভী উপজেলা নির্বাচন ব্যর্থ হলে গণতন্ত্রের ধারা ক্ষুণ্ণ হবে : সিইসি মধুখালিতে দুই ভাই হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি ১২ দলের ঝালকাঠিতে গ্রাম আদালত পরিদর্শনে ইইউ প্রতিনিধিদল প্রগতি ইন্ডাস্ট্রিজের সাবেক এমডিসহ ৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা হাতিয়া-সন্দ্বীপ চ্যানেলে কার্গো জাহাজ ডুবি একজন নিখোঁজ টাঙ্গাইলে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ সেন্সরে আটকে গেল চলচ্চিত্র ‘অমীমাংসিত’

সকল