২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

রেকর্ড ছুঁয়ে মিলানের শুরু

-

কোনো বাধাই টিকছে না উড়ন্ত এসি মিলানের কাছে। ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইউরোপিয়ান মঞ্চেও দারুণ শুরু তাদের। বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে সেল্টিকের মাঠ থেকে ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে। একটি করে গোল করেছেন রাদে ক্রুনিক, ব্রাহিম ডায়াস ও পিটার হাউজে। এই জয়ের পথেই আবার নতুন এক কীর্তি গড়েছে মিলান। সব মিলিয়ে টানা ১০ ম্যাচে ২ বা তার বেশি গোল করে ছুঁয়েছে ৫৬ বছরের আগের রেকর্ড। শেষবার সেই ১৯৫৬ সালে মিলানের ক্লাবটি এই রেকর্ডটি গড়েছিল। ভিয়ারিয়াল ৫-৩ গোলে পরাজিত করেছে সিভাস্পোরকে।
ইউরোপা লিগে উদ্বোধনী দিনে ছিল ইংলিশ ক্লাবের দাপট। র্যাপিড ভিয়েনার মাঠ থেকে ২-১ গোলে জিতে ফিরেছে আর্সেনাল। টটেনহাম ঘরের মাঠে ৩-০ গোলে হারিয়েছে এলএএসকেকে। লিস্টার সিটিও নিজেদের মাঠে একই ব্যবধানে জিতেছে জোরিয়া লুহানস্কের বিপক্ষে।


আরো সংবাদ



premium cement