২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পেসারদের পারফরম্যান্সে মুগ্ধ ডোমিঙ্গো

-

ব্যাটসম্যানদের অনেকেই ছন্দে নেই। এটিকে দীর্ঘ করোনা বিরতির ধকল বলেই মনে করেন রাসেল ডোমিঙ্গো। তবে পেসারদের পক্ষে গেলেন তিনি, ‘এই ওয়ানডে টুর্নামেন্ট থেকে যদি শুধু একটি ব্যাপারই বেছে নিতে বলা হয়, আমি নেব ফাস্ট বোলারদের পারফরম্যান্স।’
তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান থেকে শুরু করে খালেদ আহমেদ ও হাসান মাহমুদদের বোলিংয়ে সন্তুষ্ট। বিশেষ করে দেশের বাইরে জেতার জন্য দারুণ এক পেস বোলিং আক্রমণ খুঁজে পাওয়ায় বেজায় খুশি, ‘দেখুন, প্রায় প্রতিটি আন্তর্জাতিক দলেরই একজন করে ফাস্ট বোলার আছে, যাকে কি না উইকেটের দরকার হলে যখন-তখন ডাকা হয়। দারুণ মজার ব্যাপার হলো আমাদেরও বর্তমানে এমন কয়েকজন বোলার আছে।’
বিশেষ করে তাসকিনে যেন একটু বেশিই মুগ্ধ ডোমিঙ্গো, ‘এখানে আসার পর থেকেই বলে আসছি, দেশের বাইরে লড়তে চাইলে একঝাঁক ফাস্ট বোলার গড়ে তুলতে হবে। তাসকিনকেই দেখুন, বিসিবি প্রেসিডেন্টস কাপে কী বোলিংটা ও করছে!’ মুস্তাফিজ, রুবেল, আল-আমিন, হাসান মাহমুদ, খালেদ ও শরীফুলদেরও দেখুন। ছয় থেকে সাতজন ফাস্ট বোলার, যারা আন্তর্জাতিক ক্রিকেটে ভালো করার ক্ষমতা রাখে।’


আরো সংবাদ



premium cement

সকল