২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

লেমসেই আস্থা আবাহনীর

-

আসন্ন দলবদলের দেশী ফুটবলার নিয়ে চিন্তা কম ক্লাবদের। কারণ ফুটবলাররা এবার পুরনো ক্লাবেই থাকছেন। ফলে কোচ আর বিদেশী ফুটবলার নিয়েই যত ছক তৈরি করা তবে বিদেশী কোচে চিন্তামুক্ত ঢাকা আবাহনী। তারা তাদের পুরনো কোচ মারিও লেমসের ওপরই আস্থা রেখেছে। জানান, দলের ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশ দলের ক্যাম্প শুরু হয়ে গেলেও আবাহানী এখনই অনুশীলনে নামাচ্ছে না ফুটবলারদের। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে ক্যাম্প। আর লেমসও আসবেন আগামী মাসের তৃতীয় সপ্তাহে। রুপুর যুক্তি, ১৭ নভেম্বর পর্যন্ত জাতীয় দলে ব্যস্ত থাকবেন ফুটবলাররা। তাই কোচ আগে এলেও ফুটবলারদের পাবেন না অনুশীলনে। তাই নভেম্বরের তৃতীয় সপ্তাহেই আসবেন লেমস।
কোচ ঠিক থাকলেও আবাহনী বিদেশী ফুটবলারের ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। এশিয়ার কোটায় গত বছর খেলেছিলেন কিরগিজস্তানের এডগার। একেবারেই হতাশ করেন এই মিডফিল্ডার। ফলে এবার তাকে বাদ দেয়া হচ্ছে। নেয়া হবে নতুন এশিয়ান। রুপুর মতে, আগে আমরা এশিয়ান কোটার ফুটবলার ঠিক করে নেই। এরপর অন্য বিদেশী। তবে বিদেশীদের মধ্যে গতবার খেলে যাওয়া মাইলসন, সানডে, বেলফোর্ড এবং ঈসা আলাদিনের সাথে যোগাযোগ আছে ।

 


আরো সংবাদ



premium cement

সকল