২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জয়ের সাথে ফুটবল ফেরাটাও জরুরি

-

ক্লাব ফুটবলে অনুশীলন শুরু করেছে বসুন্ধরা কিংস এবং বাংলাদেশ পুলিশ। ফলে এই দুই দলের খেলোয়াড়দের ফিট হিসেবেই পাবেন কোচ জেমি ডে। তবে এর বাইরের ফুটবলারদের অবস্থা খুব একটা ভালো হবে না তা সহজেই অনুমেয়। অবশ্য নেপাল দলের অবস্থাও তাই। তাদের দলও মাত্রই অনুশীলন শুরু করতে যাচ্ছে। যেহেতু বাংলাদেশ এবং নেপালের এই ম্যাচ ফিফা প্রীতি ম্যাচের মর্যাদা পেয়েছে তাই এ খেলায় জয় মানে র্যাংকিংয়ে উন্নতির প্রসঙ্গ। নেপালের সাথে ২০১৮ সালে এই বঙ্গবন্ধু স্টেডিয়ামে ০-২ গোলে হেরেছিল বাংলাদেশ। তাই এবার সেই প্রতিশোধের মিশন তো থাকছেই। তবে জয়ের পাশাপাশি বাফুফের জন্য বড় চ্যালেঞ্জ ফুটবলকে ফের মাঠে ফেরানো। কাল অন লাইন সংবাদে এমন কথাই জানান জাতীয় দলের কোচ জেমি ডে। একই সুর ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদেরও।
বাফুফেই করোনার এই বাজে পরিস্থিতির মধ্যে দেশে প্রথম আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে যাচ্ছে। তাই পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে ম্যাচ আয়োজনটা তাদের কঠিন পরীক্ষাও। অন্যরা করলে হয়তো এ থেকে ধারণা নিতে পারত। এরপরও খেলাকে আবার মাঠে আনা, ফুটবলারদের ম্যাচে ফেরানো এবং সর্বোপরি জয়ে দুই ম্যাচ শেষ করাই বড় টার্গেট। কোচ জানালেন, ‘আমরা জেতার জন্যই মাঠে নামব। জানি আমাদের কিছু ফুটবলার এখন অনুশীলনের বাইরে। একই অবস্থা নেপাল দলেরও। এরপরও জয়ের বিকল্প নেই।’ নেপাল দল সম্পর্কে কোচের জবাব, তাদের সাথে সাফ ফুটবলে আমরা খেলেছি। সুতরাং তাদের সম্পর্কে অবগত আমরা। এরপরেই কোচের বক্তব্য, এই মুহূর্তে ফুটবলটা মাঠে ফেরানো এবং খেলোয়াড়দের আবার ম্যাচে নিয়ে আসাটাই জরুরি।


আরো সংবাদ



premium cement